হোম > বিনোদন > সিনেমা

শীতের দুপুরে শুভ্রতা ছড়ালেন মিম

বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। সাম্প্রতিক সময়ে নানা কারণেই আলোচিত তিনি। নিজের কাজ দিয়ে প্রশংসিত যেমন হয়েছেন, তেমন জড়িয়েছেন বিতর্কেও। বিশেষ করে শরিফুল রাজের সঙ্গে একটি সিনেমায় কাজ করতে গিয়ে নায়কের স্ত্রী চিত্রনায়িকা পরীমণির তির্যক মন্তব্যে বিঁধেছেন মিম।

প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন ভিন্ন লুকে হাজির হন এই নায়িকা। আজ রোববার ইনস্টাগ্রামে সাদা শার্টে বেশ কিছু ছবি পোস্ট করেন মিম। ছবির ক্যাপশনে লেখেন, ‘যখন সংশয় জাগে, সব উত্তর মেলে সাদায়।’ 

ছাড়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় ছবিগুলো। মন্তব্যের ঘরে ভক্তরা মিমের সৌন্দর্যের প্রশংসা করে বিভিন্ন মন্তব্য জুড়ে দিচ্ছেন। আঁখি চাকমা নামে এক ভক্ত লেখেন, ‘অনবদ্য লাগছে ম্যাম, শুভকামনা।’ প্রিয়া কণ্ডু নামে এক ভক্ত লেখেন, ‘এত সুন্দর!’ 

কয়েক দিন আগেই বেনারসি শাড়ি, সিঁথিতে সিঁদুর ও হাতে শাঁখা আর অলংকারে মোড়া বধূ রূপে হাজির হয়েছিলেন মিম। এর কিছুদিন পর প্রথম বিবাহবার্ষিকী উদ্‌যাপন করতে স্বামী সনি পোদ্দারকে নিয়ে দুবাইয়ে গিয়েছিলেন। সেখানে নতুন বছর ও বিয়ের প্রথম বছর উদ্‌যাপন করছেন। সেখান থেকে সনির সঙ্গে ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘একসঙ্গে পথচলার আজ ৩৬৫ দিন। আমি প্রতিনিয়ত তোমার জন্য পাগল।’ 

গত বছরের শেষে আলোচিত চিত্রনায়িকা পরীমণির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তর্কে জড়িয়েছিলেন মিম। পরীমণির স্বামী চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে মিমকে জড়িয়ে পোস্ট করেছিলেন পরীমণি। এরপর মিমও রাজের সঙ্গে আর কাজ না করার ঘোষণা দেন।

অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের গত বছরটা কেটেছে দুর্দান্ত। গেল বছরেই তাঁর ক্যারিয়ারে যোগ হয়েছিল আলোচিত কিছু সিনেমা। তাঁর ব্যক্তিজীবনেও বড় অর্জনের বছর ছিল এটি। বছরের শুরুতেই ছয় বছরের প্রেম পূর্ণতা পায়; ব্যাংক কর্মকর্তা সনি পোদ্দারের সঙ্গে মালাবদল করেন মিম।

কলকাতার নতুন সিনেমা দিয়ে এ বছর শুরু করেছেন মিম। বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় টালিউড সুপারস্টার জিতের বিপরীতে ‘মানুষ’ চলচ্চিত্রে কাজ করছেন মিম। এতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছেন জিৎ। মিম-জিৎ জুটির দ্বিতীয় সিনেমা এটি। এর আগে এই জুটি ‘সুলতান দ্য সেভিয়র’ ছবিতে অভিনয় করেন।

ঈদে মুক্তি পাবে ‘ট্রাইব্যুনাল’

ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করলেন সোনিয়া, জানালেন কেমন আছেন নায়ক

কাজাখস্তানে শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন নিশো

নতুন করে সাজানো হয়েছে গল্প, ফেব্রুয়ারিতে শুরু হবে শুটিং

‘নারীশাসিত পুরুষ’: সাহস থাকলে সামনে এসে কথা বল—আসিফকে ওমর সানীর চ্যালেঞ্জ

ওমর সানী ‘নারীশাসিত’ পুরুষ ও ‘ক্লীবলিঙ্গের মতো’ মানুষ, কিন্তু ভাইকে আমি ভালোবাসি— আসিফের মন্তব্যে সমালোচনার ঝড়

পর্দায় টমি মিয়া হবেন সাজ্জাদ হোসেন

শিল্পীদের বিদেশে স্থায়ী হওয়ার কারণ জানালেন মিশা সওদাগর

খালিদ বিন ওয়ালিদকে নিয়ে সিনেমা বানাচ্ছে সৌদি আরব

ঢাকা চলচ্চিত্র উৎসবের বিচারক আফসানা মিমি