হোম > বিনোদন > সিনেমা

এবার ঋতাভরীর বিয়ে

বিয়ে করতে চলেছেন ঋতাভরী চক্রবর্তী। এ বছরের শেষে এনগেজমেন্ট এবং আগামী বছরের শেষ দিকে বিয়ের পিঁড়িতে বসবেন কলকাতার জনপ্রিয় এই অভিনেত্রী। চিকিৎসক বন্ধু তথাগত চট্টোপাধ্যায়কে বিয়ে করতে চলেছেন নায়িকা। ব্যবসায়ী পরিবারের ছেলে তথাগত পেশায় মনোবিদ। গত ছয়মাস ধরে প্রেম করছেন ঋতাভরী- তথাগত। তথাগতর দেখা মেলে বিভিন্ন  সমাজসেবামূলক কাজে। অন্যদিকে ঋতাভরীও অভিনয়ের পাশাপাশি মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন।  

মার্চ-এপ্রিলে বেশ অসুস্থ হয়েছিলেন ঋতাভরী। হাসপাতালেও ভর্তি ছিলেন। এখন অবশ্য তিনি সুস্থ এবং সেপ্টেম্বর থেকে পুরোদমে কাজে ফিরবেন। এর মধ্যেই কৃতী ছাত্রী ঋতাভরী ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার প্রশংসাপত্র পেয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের মতে, বিয়ের প্রস্তুতির পাশাপাশি ক্যারিয়ার নিয়েও জোরকদমে এগোচ্ছেন ঋতাভরী। ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’র সাফল্যের পরে অঙ্কুশের সঙ্গে ‘এফআইআর’ ছবিটিতে অভিনয় করেছেন, যেটির শুটিং তিনি শেষ করেন অসুস্থ অবস্থাতেই। ‘থাপ্পড়’ খ্যাত অভিনেতা পাভেল গুলাটির সঙ্গে সামনে একটি মিউজ়িক ভিডিওতে দেখা যাবে। অভিনেত্রী, গায়িকার পরে এ বার প্রযোজনার খাতায় নাম লেখাবেন ঋতাভরী। সেই আঁচ দিয়েছেন, খুব শীঘ্রই সিনেমা প্রযোজনা করবেন। 

৩২ দেশের ৭৪ সিনেমা নিয়ে চলছে বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

মুক্তির দেড় বছর পর ‘ফাতিমা’ নিয়ে চুমকীর অভিযোগ, বিস্মিত নির্মাতা

এবার বাংলাদেশের হলে মুক্তি পাচ্ছে ‘সুলতানাস ড্রিম’

শাকিব খানকে ছাড়াই শুরু হলো প্রিন্সের শুটিং

থ্রিলার গল্পের ওয়েব ফিল্মে ইরফান, ভাবনা ও দীঘি

রোজার ঈদে মুক্তি পাবে অপু বিশ্বাসের ‘দুর্বার’

‘হাওয়া’র পর তিন সিনেমা নিয়ে আসছেন তুষি

চীনের সিনেমা দিয়ে শুরু হচ্ছে ঢাকা উৎসব

দৃশ্যের খোঁজে শ্রীলঙ্কায় সিয়াম-সুস্মিতা

মারা গেছেন চিত্রগ্রাহক ও পরিচালক আব্দুল লতিফ বাচ্চু