হোম > বিনোদন > সিনেমা

এক দশক পর পাশাপাশি দেব-শুভশ্রী

বিনোদন ডেস্ক

শুভশ্রী ও দেব। ছবি: সংগৃহীত

প্রায় ১০ বছর পর কাছাকাছি এলেন তাঁরা। পাশাপাশি বসলেন, আড্ডা দিলেন। একে অপরের প্রশংসা যেমন করলেন, তেমনি ছুড়ে দিলেন কিছু বেয়াড়া প্রশ্নও। চলল খুনসুটি। দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে দেব-শুভশ্রীর সামনে তখন হলভর্তি দর্শক। সবাই করতালি ও উল্লাসধ্বনি দিয়ে স্মরণীয় করে রাখলেন দেব-শুভশ্রীর এই রি-ইউনিয়ন।

কৌশিক গাঙ্গুলির পরিচালনায় এক দশক আগে ‘ধূমকেতু’ সিনেমায় অভিনয় করেছিলেন দেব ও শুভশ্রী। সেটি তাঁদের জুটি বেঁধে সর্বশেষ একসঙ্গে অভিনয়। তারপর সম্পর্কে ছেদ পড়ে। ধূমকেতুর ভাগ্যও ঝুলে যায়। অবশেষে ধূমকেতু আলোর মুখ দেখছে। ১৪ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি। তার আগে গত সোমবার সন্ধ্যায় সিনেমার ট্রেলার মুক্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এক দশক পর একসঙ্গে দেখা গেল দেব-শুভশ্রীকে।

শুভশ্রী ও দেব। ছবি: সংগৃহীত

এত দিন পর দেখা হয়ে প্রথম কী কথা বললেন দুজন? দেবের উত্তর, ‘ওর অনেক ইন্টারভিউ দেখেছি। যখনই দেব বা ধূমকেতুর প্রসঙ্গ আসে, ওর মুখ অন্ধকার হয়ে যায়। তাই দেখা হওয়ার পর বললাম, একটু হেসো, তাহলে খারাপ কথাগুলোও শুনতে ভালো লাগবে। তোমার হাসিটা মিস করছিলাম।’

আর শুভশ্রী কী বললেন? তাঁর মুখ থেকে কথা কেড়ে নিয়ে উত্তর দিলেন দেব, ‘ও বলেছে, আমার সঙ্গে ফ্রেন্ডশিপ করবে।’ যদিও এটা মজা করে বলা।

শুভশ্রী জানালেন, এটি প্রথম নয়, আগেও বেশ কয়েকবার দেখা হয়েছে তাঁদের। বিভিন্ন সিনেমার প্রিমিয়ারে, চলচ্চিত্র উৎসবে; কিন্তু কথা তেমন হতো না। ধূমকেতুর মুক্তি উপলক্ষে পুরোনো অভিমান ভুলে একই মঞ্চে এলেন তাঁরা। দেব বলেন, ‘আমাদের জীবন অনেক পাল্টে গেছে। চিন্তাভাবনা পাল্টেছে। আমাদের মধ্যে দূরত্ব চলে এসেছে। ঝগড়া হয়েছে, অশান্তি হয়েছে, অনেক গ্যাপ বেড়েছে। তবে রাগ, অভিমান—সব ভুলে গিয়ে একটা সিনেমার জন্য আমরা এই মঞ্চে এসেছি।’

সোশ্যাল মিডিয়ায় এত দিন শুভশ্রীকে ব্লক করে রেখেছিলেন দেব। সোশ্যাল মিডিয়ার প্রসঙ্গ আসতেই শুভশ্রী আরেকবার খোঁচা দিলেন দেবকে, ‘ওকে জিজ্ঞেস করো, কে ব্লক করেছে। আমি তো করিনি।’ এরপর দুজন মঞ্চে বসে ইনস্টাগ্রামে ফলো করেন। দুজন একসঙ্গে সেলফি তোলেন। ভালো চিত্রনাট্য পেলে আবারও একসঙ্গে অভিনয় করবেন বলে জানান।

একসময় দেব-শুভশ্রী ছিল টালিউডের হিট জুটি। ব্যক্তিগত জীবনে তাঁদের প্রেমের গল্প অজানা ছিল না কারও। ২০০৯ সালে ‘চ্যালেঞ্জ’ দিয়ে তাঁদের সাফল্যের শুরু। এরপর ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘খোকাবাবু’ ও ‘খোকা ৪২০’ জনপ্রিয়তা পায়। আর কখনো একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে। এরপর প্রেম ভাঙে তাঁদের। সময়ের নিয়মে নিজেদের জীবন সাজিয়ে নিয়েছেন দুজনেই। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সুখী দাম্পত্য শুভশ্রীর আর অভিনেত্রী রুক্মিণীর সঙ্গে সম্পর্ক রয়েছে দেবের।

শাকিবভক্তদের রোষানলে প্রযোজক সুমি

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

ঈদের সিনেমার দৌড়ে ‘বনলতা সেন’

সিনেমার জন্য বাংলা শিখছেন সাইফ আলী খান

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু ‘রইদ’ ও ‘মাস্টার’ সিনেমার

ফেব্রুয়ারিতে আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’, দেখা যাবে ৩ ভাষায়

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু হবে ‘রইদ’ সিনেমার

ওজন কমিয়ে শুটিংয়ে বাঁধন, মুক্তির অপেক্ষায় আরও দুই সিনেমা