হোম > বিনোদন > সিনেমা

‘সালমান শাহ’র মৃত্যু নিয়ে ওটিটি সিরিজ, ঘোষণা ছাড়াই মুক্তি

বিনোদন প্রতিবেদক

তানিম রহমান অংশু পরিচালিত ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’ গতকাল রাতে মুক্তি দেওয়া হয়েছে। গতকাল রাতে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে সিরিজটি মুক্তি দিয়েছেন এর নির্মাতারা। প্রয়াত নায়ক সালমান শাহর মৃত্যুরহস্যের ওপর আলোকপাত করে নির্মিত হয়েছিল বলে ওয়েব সিরিজটির ওপর অভিযোগ করে আসছিলেন সালমান শাহর পরিবার।

সালমান শাহর মামা আলমগীর কুমকুম গত ৫ ফেব্রুয়ারি সিলেট জজকোর্টের আইনজীবী মোহাম্মদ মইনুল ইসলামের মাধ্যমে এ বিষয়ে একটি লিগ্যাল নোটিশ পাঠান। এর পরদিন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন তিনি। 

এ বিষয়ে নির্মাতার পক্ষ থেকে তখন জানানো হয় সালমান শাহর জীবনের সঙ্গে এটির যথেষ্ট মিল রয়েছে। সিরিজটি যাঁরা দেখেছেন, তাঁদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করছেন, সালমান শাহর মৃত্যুরহস্যের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে এটি। তবে এখনো এ প্রসঙ্গে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

 ‘বুকের মধ্যে আগুন’ সিরিজে এএসপি গোলাম মামুন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। যিনি ‘জনপ্রিয় এক নায়কের’ মৃত্যুরহস্য প্রকাশ করবেন। ‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, গাজী রাকায়েত, তানিয়া আহমেদ, তৌকীর আহমেদ, ইয়াশ রোহান, তমা মির্জা, শাহনাজ সুমি, তানভীর প্রমুখ।

৬ বছর পর প্রকাশ্যে এল অপু-মোমরেনাজের বিচ্ছেদের খবর

শুরু হচ্ছে তারকাবহুল ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার শুটিং

রটারড্যাম উৎসবে ‘দেলুপি’

অলীকের কথায় হাবিবের গান

সৌদির রেড সি ফেস্টিভ্যালে সেরা রোহিঙ্গা ভাষার ‘লস্ট ল্যান্ড’

ঈদে মুক্তি পাবে ‘ট্রাইব্যুনাল’

ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করলেন সোনিয়া, জানালেন কেমন আছেন নায়ক

কাজাখস্তানে শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন নিশো

নতুন করে সাজানো হয়েছে গল্প, ফেব্রুয়ারিতে শুরু হবে শুটিং

‘নারীশাসিত পুরুষ’: সাহস থাকলে সামনে এসে কথা বল—আসিফকে ওমর সানীর চ্যালেঞ্জ