হোম > বিনোদন > সিনেমা

রহস্য জাগানিয়া টিজারে প্রশংসা কুড়াচ্ছে ‘দেয়ালের দেশ’

সরকারি অনুদানে নির্মাতা মিশুক মনি বানিয়েছেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেয়ালের দেশ’। আজ শনিবার বিকেলে প্রকাশ পেয়েছে সিনেমার টিজার। ৫৬ সেকেন্ডের টিজারে চিত্রায়ণ, গল্পের রহস্যময় প্লট, ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঙ্গে অভিনয় প্রশংসা কুড়াচ্ছে।

তবে সিনেমাটির টিজারে গল্প নিয়ে কোনো আভাস রাখেননি নির্মাতা। শরিফুল রাজের চরিত্রটি রহস্য জাগানিয়া। প্রেমিক, নাকি আততায়ী সে প্রশ্নেই যেন শেষ হয়েছে টিজার।

এদিকে টিজারে শবনম বুবলীকে এক দৃশ্যে যেমন দেখা গেছে লাল শাড়ি পরা কনে রূপে, তেমনি লাশ হয়ে হিমাগারেও একটি দৃশ্যে দেখা গেছে তাঁকে।

উল্লেখ্য, সিনেমাটির মাধ্যমে প্রথমবার জুটিবদ্ধ হয়েছেন—শরিফুল রাজ ও শবনম বুবলী। সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি নির্মাতা মিশুক মনির প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। পরিচালনার পাশাপাশি সিনেমার চিত্রনাট্য লিখেছেন তিনি।

শরিফুল রাজ-শবনম বুবলী ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, সমাপ্তি মাসুক, স্বাগতা প্রমুখ।

মারা গেছেন চলচ্চিত্র অভিনেতা জাভেদ

নেপালে সেরা সিনেমার পুরস্কার পেল ‘সাঁতাও’

চঞ্চল-পরীর ‘শাস্তি’ সিনেমায় তিন দেশের চার প্রযোজক

নেপালের জমসম শহরে মিউজিক্যাল ফিল্মের শুটিং করলেন সুনেরাহ-রেহান

সত্তরের দশকের প্রেক্ষাপটে নির্মিত সিনেমায় নিদ্রা নেহা

শেষ হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সমাপনী দিনের সিনেমা

মুক্তি পাচ্ছে দেশ-বিদেশের দুই সিনেমা

ঝুট ব্যবসা নিয়ে ঈদের সিনেমা ‘কাট-পিস’

দুই সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন ডলি জহুর