হোম > বিনোদন > সিনেমা

এক সিনেমায় হাওয়া বদল

এক

কীভাবে একটা সিনেমা আপনার ভাবনার জগৎকেও বদলে দিতে পারে, প্রেমাম তার উদাহরণ। ভারতের মালায়লাম ছবির ইতিহাসে সবচেয়ে বেশি দর্শকচর্চিত ছবি ‘প্রেমাম’। খুব বেশি হার্ডকোর সিনেপ্রেমী না হলে, এই সিনেমা দিয়ে মালায়লাম ইন্ডাস্ট্রির সঙ্গে পরিচয় ঘটে বেশির ভাগেরই।

দুই

‘প্রেমাম’ ছবিটি মুক্তির দিনই এইচডি প্রিন্টে পাইরেসি/লিক হয়ে যাওয়ার পরেও বক্স অফিসে ৭৭ কোটি ইনকাম করে, যা সেই সময় ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যবসাসফল হয়।

তিন

প্রথম মালায়লাম ছবি, যেটা তামিলনাড়ুতে টানা ২৫০ দিন সিনেমা হলে চলেছিল। তামিলে রিলিজের পর প্রথম মালায়লাম ছবি হিসেবে ২ কোটি আয় করে ‘প্রেমাম’। বিশ্বজুড়ে ৪ কোটির বেশি আয় করে প্রেমাম, যা মালায়লাম ছবির জন্য ইতিহাস।

চার

এই ছবিতে প্রায় ১৭ জন কলাকুশলীর অভিষেক হয়, যার মধ্যে ছবির মূল তিন অভিনেত্রীও ছিলেন। সাই পল্লভী ও অনুপমা রাতারাতি তারকা বনে যান এই ছবি দিয়ে। তাঁরা এই ছবির পর দক্ষিণের বাকি ইন্ডাস্ট্রিতে দাপটে লিড রোলে বড় স্টারদের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছেন।

পাঁচ

বর্তমান প্রজন্মের অভিনেতাদের মধ্যে একমাত্র নিভিন পৌলি মোহনলালের ‘দৃশ্যম’ রেকর্ড ভাঙতে পেরেছেন। সব মিলিয়ে প্রায় এক বছর বিভিন্ন থিয়েটারে চলেছিল প্রেমাম। মুক্তির পর হিন্দিসহ চারটি ভাষায় রিমেকের ঘোষণা আসে।

ছয়

ছবিটি প্রায় ৬০টি বিভিন্ন ক্যাটাগরিতে নমিনেশন পায়, যার মধ্যে ৩৭টি জিতে নেয়! ছবিটির আইএমডি রেটিং ৮ দশমিক ৩। গুগল ব্যবহারকারীরা প্রতি ১০০ জনের মধ্যে ৯৩ জন ছবিটি পছন্দ করেছেন।

মুক্তি পাচ্ছে দেশ-বিদেশের দুই সিনেমা

ঝুট ব্যবসা নিয়ে ঈদের সিনেমা ‘কাট-পিস’

দুই সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন ডলি জহুর

তৈরি হবে ‘অ্যাডোলেসেন্স’ সিরিজের দ্বিতীয় সিজন

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

আলভীর হাত ধরে ফিরছে ভেঙে যাওয়া জুটি

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

‘মুজিব ভাই’ ও ‘খোকা’র নির্মাণ ব্যয় নিয়ে বিস্মিত পরিচালক

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

বাংলাদেশি সিনেমায় নেপালি অভিনেতা প্রমোদ