হোম > বিনোদন > সিনেমা

ঈদে মুক্তির তালিকায় আরও দুই সিনেমা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘উৎসব’ সিনেমার অভিনয়শিল্পীরা। ছবি: সংগৃহীত

গত বছর রোজার ঈদে রেকর্ড সংখ্যক ১১টি সিনেমা মুক্তি পেলেও মেলেনি সাফল্য। তাই ওই বছর কোরবানির ঈদে অর্ধেকে নেমে গিয়েছিল সিনেমার সংখ্যা। এবার দেখা যাচ্ছে উল্টো ঘটনা। রোজার ঈদে মুক্তি পাওয়া ৬ সিনেমার ৪টি নিয়ে ছিল দর্শকের ব্যাপক আগ্রহ। তাই এবার রোজার ঈদের তুলনায় কোরবানির ঈদে বাড়ছে সিনেমার সংখ্যা। ইতিমধ্যে ঘোষণা এসেছে ‘তাণ্ডব’, ‘নীলচক্র’, ‘টগর’, ‘ইনসাফ’ মুক্তির। এই দৌড়ে শামিল হলো ‘উৎসব’ ও ‘নাদান’ নামের আরও দুই সিনেমা।

ঔপন্যাসিক চার্লস ডিকেন্সের ‘আ ক্রিসমাস ক্যারোল’ অবলম্বনে তৈরি হয়েছে উৎসবের গল্প। এখানে বিখ্যাত চরিত্র স্ক্রুজের ভূমিকায় অভিনয় করেছেন জাহিদ হাসান। তানিম নূর পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ অনেকে।

সংবিধিবদ্ধ সতর্কীকরণ—পরিবার ছাড়া দেখা নিষেধ; এমন ট্যাগলাইনসহ গত মঙ্গলবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে ‘উৎসব’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণার পাশাপাশি পরিচয় করিয়ে দেওয়া হয় এর অভিনয়শিল্পীদের। শিল্পীরা সবাই অনুষ্ঠানস্থলে আসেন মুখোশ পরে। একপর্যায়ে নির্মাতা মঞ্চে আমন্ত্রণ জানালে মুখোশ খুলে সবাই স্বরূপে হাজির হন অতিথিদের সামনে। এদিন জানানো হয়, উৎসবের আমেজে দেশ ও দেশের বাইরে মুক্তি পাবে সিনেমাটি।

নির্মাতা তানিম নূর বলেন, ‘ঈদকে কেন্দ্র করে পরিবারের সবাই মিলে দেখার মতো একটা সিনেমা বানানোর ইচ্ছা ছিল। সেই ইচ্ছা আর স্বপ্নকে তাড়া করতে গিয়েই নির্মিত হয়েছে উৎসব।’

‘নাদান’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

অভিনেতা জাহিদ হাসান বলেন, ‘দীর্ঘদিন পর উৎসব সিনেমায় অনেকজন শিল্পী মিলে কাজ করলাম, এটাই বড় আনন্দের। সিনেমাটি দেখে দর্শকেরাও অনেক আনন্দ পাবেন।’

আফসানা মিমি বলেন, ‘পরিবার ছাড়া দেখা নিষেধ—এই কথাটা আমাকে আন্দোলিত করেছে। কারণ, অনেক দিন ধরে আমরা পরিবার নিয়ে দেখার মতো একটা সিনেমা খুঁজছিলাম।’

অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, ‘এ সিনেমায় কাজ করেছি, খুব আনন্দ নিয়ে। এই আনন্দ এবার আমরা সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই।’

অপি করিম বলেন, ‘সবার সঙ্গে একই সিনেমায় কাজ করার লোভ সংবরণ করতে পারিনি। এই প্রজন্ম আমাদের তো একসঙ্গে কাজ করতে দেখেইনি। তাই ভাবলাম, এই প্রজন্ম উৎসব সিনেমার মধ্য দিয়ে দেখুক, আমরা এখনো আছি।’

উৎসব প্রযোজনা করেছে ডোপ প্রোডাকশনস, সহপ্রযোজনায় আছে চরকি।

এদিকে মঙ্গলবার শোবিজ তারকাদের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে ঈদে মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে নাদান সিনেমার। পুলিশ আর পাহাড়ি ডাকাতের গল্পকে উপজীব্য করে তৈরি হয়েছে নাদানের গল্প। এতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, সায়মা স্মৃতি, রাকিব হোসেন ইভন, এরফান মৃধা শিবলু, সাইফ খান, জুয়েল জহুর প্রমুখ। পরিচালনা করেছেন ফরহাদ হোসেন। এটি এই নির্মাতার প্রথম সিনেমা।

এ ছাড়া কোরবানির ঈদে আরও কয়েকটি সিনেমার মুক্তির কথা শোনা যাচ্ছে। এ তালিকায় আছে সানী সানোয়ারের ‘এশা মার্ডার: কর্মফল’, জাহিদ জুয়েলের ‘পিনিক’ ও রাকিবুল আলম রাকিবের ‘গোয়ার’।

ছয় বছর পর অংশুর পরিচালনায় সুনেরাহ, আরশের সঙ্গে তোলা ছবি নিয়ে গুঞ্জন

ট্রেলারেই ঝড় তুলল নোলানের ‘দ্য ওডিসি’

তিন বছর পর বিচ্ছেদের খবর দিলেন বিন্দু

শাকিবভক্তদের রোষানলে প্রযোজক সুমি

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

ঈদের সিনেমার দৌড়ে ‘বনলতা সেন’

সিনেমার জন্য বাংলা শিখছেন সাইফ আলী খান

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু ‘রইদ’ ও ‘মাস্টার’ সিনেমার