অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের জীবনসঙ্গী সনি পোদ্দার। গত ৪ জানুয়ারি বড় আয়োজনের মধ্য দিয়ে চার হাত এক হয় তাঁদের। মিমের শ্বশুরবাড়ি কুমিল্লা। বিয়ের তিন দিন পর ৭ জানুয়ারি সেখানে ছিল মিম-সনির বিয়ে-পরবর্তী সংবর্ধনা। ওই অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা থেকে হেলিকপ্টারে চড়ে শ্বশুরবাড়িতে যান মিম।
সময়টা খুবই ভালো কাটছে মিম-সনির। এই উৎসবমুখর পরিবেশের মাঝে খানিকটা মন খারাপের খবর—করোনায় আক্রান্ত হয়েছেন মিমের জীবনসঙ্গী সনি। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মিম।
মেসেজ পাঠিয়ে মিম জানিয়েছেন, ‘অতি দুঃখের সাথে জানাচ্ছি, আমার জীবনসঙ্গী সনি করোনায় আক্রান্ত। বর্তমানে সে কোয়ারেন্টিনে আছে, সুস্থ আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
মিম জানিয়েছেন, হানিমুনের উদ্দেশে আজ চার দিনের জন্য মালদ্বীপে যাওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু সনি করোনায় আক্রান্ত হওয়ার কারণে সেটি বাতিল করা হয়েছে। এ ছাড়া ১৫ জানুয়ারি জীবনসঙ্গীকে নিয়ে সাংবাদিকদের সামনে হাজির হওয়ার কথা ছিল মিমের। কিন্তু সনি করোনায় আক্রান্ত হওয়ার কারণে সেই অনুষ্ঠানও স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন মিম। বলেছেন, ‘সনি সুস্থ হলেই নতুন করে আয়োজনের তারিখটি জানিয়ে দেব।’
আরও পড়ুন: