হোম > বিনোদন > সিনেমা

অনুদানের টাকা ফেরত দিয়েছেন শাকিব খান

বিনোদন প্রতিবেদক, ঢাকা

শাকিব খান। ছবি: সংগৃহীত

২০২১-২২ অর্থবছরে ‘মায়া’ নামের সিনেমা নির্মাণের জন্য অনুদান হিসাবে ৬৫ লাখ টাকা বরাদ্দ পেয়েছিলেন শাকিব খান। তিন বছর পার হয়ে গেলেও সিনেমার কাজ শুরু করতে পারেননি তিনি। এ নিয়ে অনেক সমালোচনার মুখে পড়েন এই নায়ক। অবশেষে অনুদানের টাকা ফিরিয়ে দিলেন শাকিব খান। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

সচিব মাহবুবা ফারজানা বলেন, ‘শাকিব খান অনুদানের টাকা ফেরত দিয়েছেন। তাঁর নামে কোনো অভিযোগ ছিল না। তিনি নিজ থেকেই টাকা ফেরত দিয়েছেন।’

এমন অনেক প্রযোজক আছেন, যাঁরা নির্ধারিত সময় পেরিয়ে গেলেও শেষ করেননি সিনেমার কাজ। তাঁদেরকে চিঠি পাঠানো হয়েছে। ইতিমধ্যে কয়েকজন টাকা ফেরত দিয়েছেন বলে জানান মাহবুবা ফারজানা। তিনি বলেন, ‘পুরোনো অনেকেই আছেন যাঁরা সময় পেরিয়ে গেলেও সিনেমা নির্মাণ করতে পারেননি। তাঁদের আমরা চিঠি পাঠিয়েছি। ইতিমধ্যে কয়েকজন টাকা ফেরত দিয়েছেন। যাঁরা ফেরত দেননি, তৃতীয়বার চিঠি পাঠানোর পর আমরা আইনি ব্যবস্থা নেব।’

মায়া পরিচালনা করার কথা ছিল হিমেল আশরাফের। ২০২২ সালে অনুদানের প্রথম কিস্তির টাকা উত্তোলন করলেও এরপর এই সিনেমা নিয়ে আর কোনো আপডেট পাওয়া যায়নি। অন্যদিকে, একই অর্থবছরে অনুদান পেয়ে সিনেমা বানিয়ে দুই বছর আগে মুক্তি দিয়েছেন অপু বিশ্বাস। ‘লাল শাড়ি’ নামের সিনেমাটি পরিচালনা করেন বন্ধন বিশ্বাস।

গত বছর অনুদানের টাকা ফেরত দেন জয়া আহসান। ২০২০-২১ অর্থবছরে ‘রইদ’ সিনেমার জন্য অনুদান পেয়েছিলেন তিনি। অনুদানের টাকা ফেরত দিলেও পরিচালক মেজবাউর রহমান সুমন নির্মাণ করছেন রইদ। তবে সিনেমাটি থেকে সরে গেছেন জয়া।

চর এলাকার মানুষের গল্পে ‘ময়নার চর’

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩: নিশো-পুতুল সেরা অভিনেতা-অভিনেত্রী, সেরা সিনেমা ‘সাঁতাও’

সাবিনা ইয়াসমীনের গান ও জুয়েল আইচের জাদু দিয়ে যাত্রা শুরু দোয়েল ওটিটির

জয়ার সিনেমার ট্রেলার প্রকাশ

মৌসুমীর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনে যা বললেন ওমর সানী

সিনেমা নির্মাণে ফিরছেন হিমেল আশরাফ

নাটকের আলোচিত জুটি নিশো-মেহজাবীন এবার সিনেমায়

দুই সিনেমার পর নতুন ওয়েব ফিল্মে অপু বিশ্বাস

আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিলেন বুবলী

বিডিআর বিদ্রোহ নিয়ে সিনেমা বানাতে চান রাফী