হোম > বিনোদন > সিনেমা

শুভর স্ত্রীর কেমন লাগল ‘মিশন এক্সট্রিম’

শুক্রবার (৩ ডিসেম্বর) সিনেমা হলে মুক্তি পেয়েছে আরিফিন শুভ অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘মিশন এক্সট্রিম’। মুক্তির দিন থেকেই ঢাকা ও ঢাকার বাইরে দর্শক জোয়ারে ভাসছে বলে জানান মিশন এক্সট্রিম-সংশ্লিষ্টরা। জানালেন, যে টার্গেট নিয়ে ‘মিশন এক্সট্রিম’ মুক্তি দেওয়া হয়েছে, প্রথম দিনে দর্শক সাড়া যেন সেই সফলতার পথই দেখাচ্ছে।

‘মিশন এক্সট্রিম’ ছবির পরিচালক সানী সানোয়ার বলেন, ‘প্রথম দিনে দারুণ সাড়া পেয়েছি আমরা। শুধু ঢাকা নয়, ঢাকার বাইরের প্রেক্ষাগৃহগুলোর সার্বক্ষণিক খবর রাখছি। হলমালিকদের প্রায় সবাই দারুণ খুশি। তাঁরা আমাদের জানিয়েছেন, শুক্রবার সকালের শোতে খুব বেশি দর্শক না থাকলেও দুপুর ও সন্ধ্যার শোতে বেশ ভালো দর্শক পেয়েছেন।’ হলমালিকেরা বলছেন, ‘বিগত দুই-তিন বছরে সিনেমা হলগুলোতে এমন দর্শক তারা দেখেননি।’

ছবিটি মুক্তির আগে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সে বিশেষ প্রদর্শনী হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন ছবির নায়ক আরিফিন শুভ, নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশীসহ অন্য শিল্পী ও কলাকুশলীরা।

অতিথির তালিকায় ছিলেন নায়ক আরিফিন শুভর স্ত্রী অর্পিতা সমাদ্দার আরিফিন। শুভর স্ত্রী অর্পিতাকে সচরাচর সিনেমা-সংশ্লিষ্ট অনুষ্ঠানে দেখা যায় না। তবে সেদিন ছবি দেখতে এসেছিলেন। ছবিটি দেখা শেষ করে অর্পিতা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, সবাই বেশ ভালো অভিনয় করেছেন। ভালো অভিনয় একটা ছবির সবচেয়ে বড় বিষয় বলে তিনি মনে করেন।

আরিফিন শুভর স্ত্রী অর্পিতা সমাদ্দার কলকাতার মেয়ে। পেশায় ফ্যাশন ডিজাইনার অর্পিতা বর্তমানে বাংলাদেশে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।

গল্প চুরির অভিযোগ অস্কারে মনোনীত ‘হোমবাউন্ড’ সিনেমার বিরুদ্ধে

ছয় বছর পর অংশুর পরিচালনায় সুনেরাহ, আরশের সঙ্গে তোলা ছবি নিয়ে গুঞ্জন

ট্রেলারেই ঝড় তুলল নোলানের ‘দ্য ওডিসি’

তিন বছর পর বিচ্ছেদের খবর দিলেন বিন্দু

শাকিবভক্তদের রোষানলে প্রযোজক সুমি

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

ঈদের সিনেমার দৌড়ে ‘বনলতা সেন’

সিনেমার জন্য বাংলা শিখছেন সাইফ আলী খান