হোম > বিনোদন > সিনেমা

গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যালে সেরা বাংলাদেশি চলচ্চিত্র ‘ব্রিদিং ইজ এ গিফট’

গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩-এ হীরালাল সেন মেমোরিয়াল বেস্ট বাংলাদেশি ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে চলচ্চিত্র ‘ব্রিদিং ইজ এ গিফট’। তাসনোভা তাবাসসুম অতসী প্রযোজিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নির্মাতা মো. আল হাসিব খান। 

গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যালের এবারের অর্থাৎ ষষ্ঠ আসর হয়েছে পর্যটন নগরী কক্সবাজারের সমুদ্রপাড়ে। বিশ্বের ১০২টি দেশ থেকে ১৪৭৫টা চলচ্চিত্র জমা পড়েছিল। সেখান থেকে ৩২টা দেশের চলচ্চিত্রের প্রদর্শনী হয়েছে। উৎসবের সমাপনী দিন সন্ধ্যায় লাবণী বিচে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে এবারের হীরালাল সেন মেমোরিয়াল বেস্ট বাংলাদেশি ফিল্ম অ্যাওয়ার্ড পায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ব্রিদিং ইজ এ গিফট’। স্মৃতি ও নির্মম বাস্তবতা থিমে নির্মিত এই সিনেমাটির ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হ‌ুমায়ূন, বরেণ্য চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, রেহানা মরিয়ম নূরের প্রযোজক জেরিমি চুয়া, অভিনেত্রী রোকেয়া প্রাচী, আজমিরি হক বাঁধন ও প্রযোজক আরিফুর রহমান। 

লেটস্ সিনেমা এই স্লোগান নিয়ে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের উদ্যোগে গত ৩ মার্চ থেকে শুরু হয়েছিল এবারের ‘গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল বাংলাদেশ’। সন্ধ্যায় লাবণি পয়েন্টে উন্মুক্ত মঞ্চে উৎসবটির উদ্বোধন করেছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবছার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামেন্দু মজুমদার, নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, মোরশেদুল ইসলাম, প্রসূণ রহমান, রেদওয়ান রনি, নাসির উদ্দিন খান, শারমিন সুলতানা সুমি, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলামসহ অনেকে। উৎসবের প্রথম দিনে ‘মায়ার জঞ্জাল’ ও ‘মশারি’ চলচ্চিত্র প্রদর্শিত হয়।

ঈদে মুক্তি পাবে ‘ট্রাইব্যুনাল’

ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করলেন সোনিয়া, জানালেন কেমন আছেন নায়ক

কাজাখস্তানে শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন নিশো

নতুন করে সাজানো হয়েছে গল্প, ফেব্রুয়ারিতে শুরু হবে শুটিং

‘নারীশাসিত পুরুষ’: সাহস থাকলে সামনে এসে কথা বল—আসিফকে ওমর সানীর চ্যালেঞ্জ

ওমর সানী ‘নারীশাসিত’ পুরুষ ও ‘ক্লীবলিঙ্গের মতো’ মানুষ, কিন্তু ভাইকে আমি ভালোবাসি— আসিফের মন্তব্যে সমালোচনার ঝড়

পর্দায় টমি মিয়া হবেন সাজ্জাদ হোসেন

শিল্পীদের বিদেশে স্থায়ী হওয়ার কারণ জানালেন মিশা সওদাগর

খালিদ বিন ওয়ালিদকে নিয়ে সিনেমা বানাচ্ছে সৌদি আরব

ঢাকা চলচ্চিত্র উৎসবের বিচারক আফসানা মিমি