হোম > বিনোদন > সিনেমা

ডেঙ্গু আক্রান্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়

ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গের পরিচালক ও বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার স্বামী সৃজিত মুখোপাধ্যায়। এ সংবাদ নিজেই ফেসবুকে নিশ্চিত করেছেন পরিচালক সৃজিত। তাঁর পরিচালিত ‘অটোগ্রাফ’-এর সেই জনপ্রিয় গান, ‘চল রাস্তায় সাজি ট্রামলাইন’-এর কথা বদলে দিয়ে, সেই পরিচালক লিখেছেন, ‘জল রাস্তায় হয় ডেঙ্গু, আর কম যায় তাই প্লাটিলেট...#নিশ্চিত।’

পরিচালক সৃজিতের এমন পোস্টে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। সৃজিতের পোস্টে মন্তব্য করছেন অভিনেত্রী, পরিচালক অপর্ণা সেন থেকে শুরু করে এপার ওপারের অনেক তারকারা। অপর্ণা সেন লিখেছেন, ‘টেক কেয়ার রিজু! আমার ডেঙ্গু হয়েছিল তাই জানি এটা কতটা দুর্বল করে দেয়! নার্সিং হোমে ভর্তি হয়ে যাবেন আশি করি।’ তাঁর উত্তরে পরিচালক পাল্টা লিখেছেন, ‘এখনই নয়, কাল প্লাটিলেট চেক করে, স্যুটকেস গুছাব ভাবছি।’ বাংলাদেশি অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা লিখেছেন, ‘নিজের যত্ন নেবেন।’
 
কিছুদিন আগে নিজের ফেসবুকের পাতায় সৃজিত লিখেছিলেন ‘অন্ধকার নামছে, এতটাই ঘন অন্ধকার যে চারদিকে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না।’ ঠিক কী হয়েছে জানতে খোঁজ নিয়ে জানা যায় তিনি তখন অসুস্থ। তখন সৃজিতের স্ত্রী ও বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার হিন্দুস্তান টাইমসকে জানিয়েছিলেন, ‘বড় কিছু নয়, ফ্লু জ্বর হয়েছে। এখন উনি কিছুটা ভালো আছেন।’ তবে এখন জানা যাচ্ছ, তাঁর সেই জ্বর আসলে ডেঙ্গুর কারণেই হয়েছে।

মুক্তির দেড় বছর পর ‘ফাতিমা’ নিয়ে চুমকীর অভিযোগ, বিস্মিত নির্মাতা

এবার বাংলাদেশের হলে মুক্তি পাচ্ছে ‘সুলতানাস ড্রিম’

শাকিব খানকে ছাড়াই শুরু হলো প্রিন্সের শুটিং

থ্রিলার গল্পের ওয়েব ফিল্মে ইরফান, ভাবনা ও দীঘি

রোজার ঈদে মুক্তি পাবে অপু বিশ্বাসের ‘দুর্বার’

‘হাওয়া’র পর তিন সিনেমা নিয়ে আসছেন তুষি

চীনের সিনেমা দিয়ে শুরু হচ্ছে ঢাকা উৎসব

দৃশ্যের খোঁজে শ্রীলঙ্কায় সিয়াম-সুস্মিতা

মারা গেছেন চিত্রগ্রাহক ও পরিচালক আব্দুল লতিফ বাচ্চু

ঈদে শাকিবের সিনেমা মুক্তি পাওয়া নিয়ে অনিশ্চয়তা: গুজবে কান না দেওয়ার অনুরোধ প্রযোজকের