হোম > বিনোদন > সিনেমা

ফের জাজের ছবিতে সিয়াম, পারিশ্রমিক ১ হাজার ১ টাকা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

ঢাকাই ছবির এ প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। এরই মধ্যে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। এই চিত্রনায়কের ছবিতে পথচলা শুরু হয়েছে আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায়। জাজের প্রযোজিত ‘পোড়ামন ২’ ও ‘দহন’ ছবিতে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান সিয়াম। ছবি দুটি রেকর্ড পরিমাণ ব্যবসা করে। এরপর এই প্রযোজনা প্রতিষ্ঠানের আর কোনো ছবিতে পাওয়া যায়নি তাকে।

দীর্ঘদিনের বিরতি শেষে ফের জাজের নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন সিয়াম আহমেদ। এ তথ্য নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠানের চেয়ারম্যান আব্দুল আজিজ। ছবির নাম ‘রাস্তা’। রায়হান রাফি পরিচালনা করবেন ছবিটি। ছবিতে সিয়ামের সঙ্গে নতুন মুখ দেখা যাবে।

জানা গেছে, বর্তমানে সিয়াম ছবি প্রতি পারিশ্রামিক ১৫ থেকে ২০ লাখ টাকা নিলেও ‘রাস্তা’ ছবিতে নিচ্ছেন মাত্র ১ হাজার ১ টাকা। ‘পোড়ামন টু’ ও ‘দহন’ সিনেমা দুটিতে সহশিল্পী পূজা থাকলেও এই ছবিতে দেখা যাবে নতুন এক নায়িকাকে। আগামী পয়লা জানুয়ারি থেকে ছবিটির দৃশ্য ধারণ শুরু হবে।

প্রযোজক আব্দুল আজিজ বলেন, ‘একটা কথা না বললে অন্যায় হবে। আমার ব্যক্তিগত ফেসবুক প্রফাইলে বলেছিলাম সিনেমার লোক কখনো আপন বা বন্ধু  হয় না। কথাটা ভুল। তার প্রমান সিয়াম। সিয়াম প্রতি সিনেমাতে সন্মানি নেয় ১৫-২০ লক্ষ টাকা। কিন্তু জাজের ছেলে সিয়াম এই ছবি বাবদ নিয়েছে ১,০০১/= (এক হাজার এক) টাকা মাত্র । যেখানে জাজের অনেক ছেলে মেয়েরা আগেই জিজ্ঞাসা করে কত টাকা দেবেন ওই ছবি/ ওয়েব সিরিজের জন্য (নুসরাত ফারিয়া ছাড়া)। এটা সিয়ামের প্রতিদান নাকি ভালবাসা! না জাজের প্রতি সন্মান জানি না।’

খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন: জয়া আহসান

খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ তারকাদের শোক

চলে গেলেন ‘নারী স্বাধীনতার প্রতীক’ ব্রিজিত বার্দো

আবার শুরু হচ্ছে ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং

আরব সিনেমার উত্থানের বছর

নতুন বছরের শুরুতে আসছে ইমনের সিনেমা

দেশে মুক্তি পেল হলিউডের দুই সিনেমা

গল্প চুরির অভিযোগ অস্কারে মনোনীত ‘হোমবাউন্ড’ সিনেমার বিরুদ্ধে

ছয় বছর পর অংশুর পরিচালনায় সুনেরাহ, আরশের সঙ্গে তোলা ছবি নিয়ে গুঞ্জন

ট্রেলারেই ঝড় তুলল নোলানের ‘দ্য ওডিসি’