হোম > বিনোদন > সিনেমা

প্রিয়াঙ্কা সরকারের হালচাল

পশ্চিমবঙ্গের ব্যস্ত অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। সিনেমায় ব্যস্ততার বাইরেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী। বিভিন্ন ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হয়ে প্রিয়াঙ্কা প্রায়ই হাজির হন বিভিন্ন অবতারে। নিজের সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করেন সেই সব মুহূর্ত।

বাঙালি পোশাক থেকে ওয়েস্টার্ন, প্রিয়াঙ্কার ফ্যাশনেবল লুক প্রশংসা কুড়ায় ভক্তদের। প্রিয়াঙ্কাও ভক্তের ভালোবাসার জবাব দেন, প্রকাশ করেন কৃতজ্ঞতা। 

প্রিয়াঙ্কার শুরু ছোট পর্দার মাধ্যমে। বড় পর্দায় অভিষেক ২০০৮ সালে, সেবার মুক্তি পায় তাঁর প্রথম সিনেমা রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘চিরদিনই তুমি যে আমার’।

সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় প্রিয়াঙ্কা সরকার ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় দুজনেরই। ব্যবসায়িক সফলতার পাশাপাশি সিনেমাটি প্রিয়াঙ্কা সরকারকে দর্শকপ্রিয়তা দেয়।

এর পরের বছর প্রিয়াঙ্কা, ঋতুপর্ণা সেনগুপ্ত ও হিরণ চ্যাটার্জির সঙ্গে জুটি বেঁধে ‘রিস্ক’ সিনেমায় অসাধারণ অভিনয় করেন।

তারপর একে একে ‘লাভ সার্কাস’, ‘কাগজের বউ’, ‘হ্যাংওভার’, ‘ন হন্যতে’, ‘হেমলক সোসাইটি’ প্রভৃতির মতো বেশ কিছু ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেন।

গত ২৫ মে মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কা অভিনীত সিনেমা ‘আবার বিবাহ অভিযান’। তাঁর বিপরীতে ছিলেন অনির্বাণ ভট্টাচার্য। অনির্বাণ ও প্রিয়াঙ্কা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, রুদ্রনীল ঘোষ, সোহিনি সরকার, সৌরভ দাস ও বাংলাদেশের নুসরাত ফারিয়া।

চলে গেলেন ‘নারী স্বাধীনতার প্রতীক’ ব্রিজিত বার্দো

আবার শুরু হচ্ছে ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং

আরব সিনেমার উত্থানের বছর

নতুন বছরের শুরুতে আসছে ইমনের সিনেমা

দেশে মুক্তি পেল হলিউডের দুই সিনেমা

গল্প চুরির অভিযোগ অস্কারে মনোনীত ‘হোমবাউন্ড’ সিনেমার বিরুদ্ধে

ছয় বছর পর অংশুর পরিচালনায় সুনেরাহ, আরশের সঙ্গে তোলা ছবি নিয়ে গুঞ্জন

ট্রেলারেই ঝড় তুলল নোলানের ‘দ্য ওডিসি’

তিন বছর পর বিচ্ছেদের খবর দিলেন বিন্দু

শাকিবভক্তদের রোষানলে প্রযোজক সুমি