হোম > বিনোদন > সিনেমা

রাজের ‘ওমর’ সিনেমার নাম ভূমিকায় শরিফুল রাজ

প্রায় পাঁচ বছর বিরতির পর নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। কয়েক দিন আগে পোস্টার প্রকাশের মাধ্যমে ‘ওমর’ শিরোনামের সিনেমার ঘোষণা দেন রাজ। এরপর জানিয়েছিলেন সিনেমায় অভিনয় করা তিন অভিনয়শিল্পীর নাম। এবার রাজ জানিয়েছেন, সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করবেন অভিনেতা শরিফুল রাজ।

আজ শনিবার দুপুরে রাজ ফেসবুকে লিখেছেন, ‘“ওমর” সিনেমার নাম ভূমিকায় যাঁকে নির্বাচন করেছি, তাঁর সঙ্গে আমার নামের মিল আছে। আমি রাজ, সে-ও রাজ। শরিফুল রাজ। ‘‘ওমর’’ সিনেমার ওমর হয়ে দর্শকদের সামনে আসবেন রাজ। আমার নতুন সিনেমার নাম ভূমিকায় তাঁকে পেয়ে আমি খুশি। সেই সঙ্গে অনেক আশাবাদী। রাজের অভিনয় নৈপুণ্য নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই।’
 
এর আগে রাজ সিনেমার তিন অভিনয়শিল্পীর নাম জানিয়েছিলেন। ‘ওমর’ সিনেমায় অভিনয়ের জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু ও নাসির উদ্দিন খান। নাম ঘোষণা করলেও সিনেমায় তাঁদের কী ধরনের চরিত্রে দেখা যাবে, সেটা জানাননি নির্মাতা। শুধু জানিয়েছেন, ‘ওমর’ সিনেমায় তাঁদের তিনটি ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

নির্মাতা রাজ জানিয়েছেন, এ বছরই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।। কুমিল্লা, সিলেট, কক্সবাজার, মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে চলবে ওমর সিনেমার কাজ।

‘ওমর’ নির্মিত হচ্ছে খোরশেদ আলমের প্রযোজনায়, মাস্টার কমিউনিকেশনসের ব্যানারে। সিদ্দিক আহমেদের চিত্রনাট্যে সিনেমাটোগ্রাফিতে থাকছেন রাজু রাজ। আর সংগীত পরিচালনার দায়িত্ব পেয়েছেন নাভেদ পারভেজ ও স্যাভি।

আলভীর হাত ধরে ফিরছে ভেঙে যাওয়া জুটি

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

‘মুজিব ভাই’ ও ‘খোকা’র নির্মাণ ব্যয় নিয়ে বিস্মিত পরিচালক

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

বাংলাদেশি সিনেমায় নেপালি অভিনেতা প্রমোদ

ঢাকায় আজ শুরু হচ্ছে সিনেমার উৎসব

রেকর্ড গড়ল ‘পিনিক’: এক টেকে পুরো গানের শুটিং

৩২ দেশের ৭৪ সিনেমা নিয়ে চলছে বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

মুক্তির দেড় বছর পর ‘ফাতিমা’ নিয়ে চুমকীর অভিযোগ, বিস্মিত নির্মাতা

এবার বাংলাদেশের হলে মুক্তি পাচ্ছে ‘সুলতানাস ড্রিম’