হোম > বিনোদন > সিনেমা

শাকিব খানের সিনেমা ঘোষণাতেই সীমাবদ্ধ, দীর্ঘ হচ্ছে তালিকা

বিনোদন প্রতিবেদন, ঢাকা

চিত্রনায়ক শাকিব খানের নতুন সিনেমা যেন ঘোষণাতেই আটকে আছে। গত দুই বছরে যেসব সিনেমার ঘোষণা এসেছে, এর কোনোটারই শুটিং শুরু হয়নি। ঘোষণাতেই সীমাবদ্ধ সাকিবের এমন সিনেমার তালিকা বেশ দীর্ঘ। ‘রাজকুমার’, ‘প্রিয়তমা’, ‘কবি’ ও ‘প্রেমিক’ সিনেমার পর এবার এই তালিকায় যুক্ত হয়েছে ‘শের খান’। 

গত বছরের নভেম্বরে শাকিব খানের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্ম ও কপ ক্রিয়েশনের ব্যানারে ‘শের খান’ নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছিল। একাধিকবার শুটিং শিডিউল পরিবর্তন করে এরপর জানানো হয়, চলতি মার্চে সিনেমাটির শুটিং শুরু হবে। কিন্তু এবার জানা গেল নানা কারণে ‘শের খান’-এর শুটিং এ মাসে সম্ভব হচ্ছে না। তবে কবে সিনেমাটি শুটিং ফ্লোরে যাবে, সে বিষয়ে চূড়ান্ত তারিখ জানানো হয়নি।

‘শের খান’ সিনেমাটির প্রযোজনা সংস্থা কপ ক্রিয়েশন সংবাদমাধ্যমকে জানিয়েছে, আপাতত ‘শের খান’ হচ্ছে না। সিনেমাটির শুটিং চলতি বছরের শেষ দিকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঠিক কী কারণে সিনেমাটির শুটিংয়ের তারিখ পরিবর্তন হয়েছে, সে প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানটি সুনির্দিষ্ট তথ্য জানায়নি। 

উল্লেখ্য, ‘শের খান’ পরিচালনার পাশাপাশি গল্প, চিত্রনাট্য ও সংলাপ করেছেন সানী সানোয়ার নিজেই। মুক্তির পরিকল্পনা ছিল ২০২৩-এর যেকোনো উৎসবে। 

এ ছাড়া শাকিব খানের সরকারি অনুদান পাওয়া সিনেমা ‘মায়া’র শুটিংও থমকে আছে। বেশ কয়েকবার সিনেমাটির শুটিং শুরুর কথা শোনা গেলেও এখনো হয়নি।

দৃশ্যের খোঁজে শ্রীলঙ্কায় সিয়াম-সুস্মিতা

মারা গেছেন চিত্রগ্রাহক ও পরিচালক আব্দুল লতিফ বাচ্চু

ঈদে শাকিবের সিনেমা মুক্তি পাওয়া নিয়ে অনিশ্চয়তা: গুজবে কান না দেওয়ার অনুরোধ প্রযোজকের

প্রথমবার পুলিশ কর্মকর্তার চরিত্রে রুনা খান

নকলের অভিযোগ নিয়ে মুখ খুললেন নির্মাতা হৃদয়

এ বছর নজর কাড়বে যেসব সিনেমা

ফেব্রুয়ারিতে জয়া আহসানের ‘ওসিডি’

চলচ্চিত্রে ২০২৫ সালের আলোচিত ৫ ঘটনা

খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন: জয়া আহসান

খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ তারকাদের শোক