হোম > বিনোদন > সিনেমা

শাকিব খানের সিনেমা ঘোষণাতেই সীমাবদ্ধ, দীর্ঘ হচ্ছে তালিকা

বিনোদন প্রতিবেদন, ঢাকা

চিত্রনায়ক শাকিব খানের নতুন সিনেমা যেন ঘোষণাতেই আটকে আছে। গত দুই বছরে যেসব সিনেমার ঘোষণা এসেছে, এর কোনোটারই শুটিং শুরু হয়নি। ঘোষণাতেই সীমাবদ্ধ সাকিবের এমন সিনেমার তালিকা বেশ দীর্ঘ। ‘রাজকুমার’, ‘প্রিয়তমা’, ‘কবি’ ও ‘প্রেমিক’ সিনেমার পর এবার এই তালিকায় যুক্ত হয়েছে ‘শের খান’। 

গত বছরের নভেম্বরে শাকিব খানের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্ম ও কপ ক্রিয়েশনের ব্যানারে ‘শের খান’ নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছিল। একাধিকবার শুটিং শিডিউল পরিবর্তন করে এরপর জানানো হয়, চলতি মার্চে সিনেমাটির শুটিং শুরু হবে। কিন্তু এবার জানা গেল নানা কারণে ‘শের খান’-এর শুটিং এ মাসে সম্ভব হচ্ছে না। তবে কবে সিনেমাটি শুটিং ফ্লোরে যাবে, সে বিষয়ে চূড়ান্ত তারিখ জানানো হয়নি।

‘শের খান’ সিনেমাটির প্রযোজনা সংস্থা কপ ক্রিয়েশন সংবাদমাধ্যমকে জানিয়েছে, আপাতত ‘শের খান’ হচ্ছে না। সিনেমাটির শুটিং চলতি বছরের শেষ দিকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঠিক কী কারণে সিনেমাটির শুটিংয়ের তারিখ পরিবর্তন হয়েছে, সে প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানটি সুনির্দিষ্ট তথ্য জানায়নি। 

উল্লেখ্য, ‘শের খান’ পরিচালনার পাশাপাশি গল্প, চিত্রনাট্য ও সংলাপ করেছেন সানী সানোয়ার নিজেই। মুক্তির পরিকল্পনা ছিল ২০২৩-এর যেকোনো উৎসবে। 

এ ছাড়া শাকিব খানের সরকারি অনুদান পাওয়া সিনেমা ‘মায়া’র শুটিংও থমকে আছে। বেশ কয়েকবার সিনেমাটির শুটিং শুরুর কথা শোনা গেলেও এখনো হয়নি।

ঈদে মুক্তি পাবে ‘ট্রাইব্যুনাল’

ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করলেন সোনিয়া, জানালেন কেমন আছেন নায়ক

কাজাখস্তানে শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন নিশো

নতুন করে সাজানো হয়েছে গল্প, ফেব্রুয়ারিতে শুরু হবে শুটিং

‘নারীশাসিত পুরুষ’: সাহস থাকলে সামনে এসে কথা বল—আসিফকে ওমর সানীর চ্যালেঞ্জ

ওমর সানী ‘নারীশাসিত’ পুরুষ ও ‘ক্লীবলিঙ্গের মতো’ মানুষ, কিন্তু ভাইকে আমি ভালোবাসি— আসিফের মন্তব্যে সমালোচনার ঝড়

পর্দায় টমি মিয়া হবেন সাজ্জাদ হোসেন

শিল্পীদের বিদেশে স্থায়ী হওয়ার কারণ জানালেন মিশা সওদাগর

খালিদ বিন ওয়ালিদকে নিয়ে সিনেমা বানাচ্ছে সৌদি আরব

ঢাকা চলচ্চিত্র উৎসবের বিচারক আফসানা মিমি