হোম > বিনোদন > সিনেমা

মিথিলার এপারে এক, ওপারে আরেক

বিনোদন প্রতিবেদক

রাফিয়াথ রশিদ মিথিলা অভিনয় করছেন অনেক বছর ধরেই। কিন্তু সিনেমায় হাজির হয়েছেন এ বছরই। অনন্য মামুনের পরিচালনায় ‘অমানুষ’ হবে তাঁর প্রথম ছবি। কিছুদিন আগে ‘অমানুষ’-এর শুটিং শেষ করেছেন। তারপরই চলে গেছেন শ্বশুরবাড়ি, কলকাতায়।

সেখান থেকে মিথিলার আরো এক ছবির খবর উড়ে এসেছে। নতুন ছবির নাম ‘মায়া’। বানাবেন কলকাতার নির্মাতা রাজর্ষি দে। উইলিয়াম শেকসপিয়ারের ‘ম্যাকবেথ’ অবলম্বনে বোনা হয়েছে ছবির গল্প। মিথিলা ছাড়াও ছবিতে আরো অভিনয় করবেন কমলেশ্বর মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, রাহুল, রনিতা দাস ও দেবলীনা কুমার।

জানা গেছে, ১২ জুলাই থেকে শুরু হবে মিথিলার নতুন ছবির শুটিং। কাজ হবে কলকাতা ও আশপাশের এলাকায়। মিথিলা অভিনয় করবেন ছবির কেন্দ্রীয় চরিত্রে।

মিথিলা এখন কলকাতায়। টানা ১০০ দিন দেশে কাটিয়ে লকডাউনের একদিন আগে গত ৩০ জুন মেয়েকে নিয়ে কলকাতায় যান তিনি। তড়িঘড়ি করে কলকাতা যাওয়ার প্রসঙ্গে গণমাধ্যমকে তখন মিথিলা জানিয়েছিলেন, সেখানে মেয়ের স্কুল খুলে যাওয়ার কারণেই যেতে হয়েছে তাঁকে।

এতদিনে এসে জানা গেল, মিথিলার কলকাতায় যাওয়ার আরেকটি কারণ। নতুন সিনেমার শুটিং। এ সিনেমাটি হতে যাচ্ছে টালিউডে মিথিলার প্রথম কাজ।

ছবিটি নিয়ে কথা বলতে মিথিলার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি। তবে ভারতের গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, ছবিটি নিয়ে এখনই কথা বলতে চান না।

‘মায়া’ ছবির পরিচালক রাজর্ষি দে টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘আমি যখন চিত্রনাট্য লিখি, তখনই মায়া চরিত্রটির জন্য মিথিলাকে ভেবেছিলাম। বিশেষ করে মিথিলার কিছু কাজ দেখে এই ছবিতে মায়া চরিত্রটির জন্য তাকে নির্বাচন করেছিলাম। পরে সৃজিতের সঙ্গে কথা বলে মিথিলাকে চিত্রনাট্য দেই। তিনি সেটা খুব পছন্দ করেন।’

‘মায়া’ ছবিতে মিথিলাকে তিন সময়ের চরিত্রে দেখা যাবে। পরিচালক বলছেন, এ চরিত্রটি ভীষণ জটিল। মিথিলা এখন চরিত্রটির জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন নির্মাতা রাজর্ষি দে।

ওজন কমিয়ে শুটিংয়ে বাঁধন, মুক্তির অপেক্ষায় আরও দুই সিনেমা

নতুন ওয়েব ফিল্মে বিদ্যা সিনহা মিম

বছরের শেষ সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’

৬ বছর পর প্রকাশ্যে এল অপু-মোমরেনাজের বিচ্ছেদের খবর

শুরু হচ্ছে তারকাবহুল ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার শুটিং

রটারড্যাম উৎসবে ‘দেলুপি’

অলীকের কথায় হাবিবের গান

সৌদির রেড সি ফেস্টিভ্যালে সেরা রোহিঙ্গা ভাষার ‘লস্ট ল্যান্ড’

ঈদে মুক্তি পাবে ‘ট্রাইব্যুনাল’

ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করলেন সোনিয়া, জানালেন কেমন আছেন নায়ক