হোম > বিনোদন > সিনেমা

তারা সুতারিয়া: পেশাদার গায়িকা থেকে নায়িকা

বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার–২ ’–এর মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। এরপর ‘হিরু পান্তি–২’ ও সর্বশেষ ‘এক ভিলেন রিটার্নস’–এ অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন। 

কিন্তু জানেন কি, তারা সুতারিয়া একজন পেশাদার সংগীত শিল্পী হতে চেয়েছিলেন। এমনকি শৈশবে তিনি একটি সংগীত প্রতিযোগিতার মাধ্যমে ক্যারিয়ারও শুরু করেছিলেন। 

তারা সুতারিয়া মাত্র ৭ বছর বয়সে গান গাওয়া শুরু করেন। কিন্তু ২০১০ সালে ১৫ বছর বয়সে তিনি ডিজনি ইন্ডিয়ার শো ‘বিগ বাডা বুম’-এর মাধ্যমে অভিনয়ে ক্যারিয়ার শুরু করেন। অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও সুতারিয়া সব সময় গান গাওয়ার সুযোগ খুঁজছিলেন। এরপর নিজের অভিনীত ‘এক ভিলেন রিটার্নস’ সিনেমায় প্লেব্যাকের সুযোগ পান। এর জন্য তিনি সেরা নারী সংগীত শিল্পী (অভিষেক) হিসেবে জি সিনে পুরস্কারও জিতেছিলেন। 

ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই নিউজকে তারা সুতারিয়া জানান, ‘এক ভিলেন রিটার্নস’-এর প্লেব্যাক করা তাঁর কাছে স্বপ্নের মতো ছিল। তিনি বলেন, ‘আমি সব সময় আমার চলচ্চিত্রের জন্য গান গাইতে চেয়েছিলাম। মোহিত (পরিচালক মোহিত সুরি) স্যারের সঙ্গে আমার পরিচয় হয় আড়াই বছর আগে। আমি জানতাম তিনি এই চলচ্চিত্রটি তৈরি করছেন এবং তিনি বলেছিলেন যে তিনি একজন নতুন গায়ক খুঁজছেন।’ 

তারা আরও বলেন, ‘গান গাওয়া আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। অভিনেত্রী হওয়ার আগে আমি গান গাইতাম। আমার কাছে সে সময়গুলো স্বপ্নের মতো ছিল। আমি যখন শুনলাম, মোহিত স্যার আমাকে দিয়ে গান গাওয়াতে চান, তখন আমি আনন্দে লাফিয়েছি।’ 

ভারতীয় হিন্দি অ্যাকশন থ্রিলার ফিল্ম ‘এক ভিলেন রিটার্নস’ পরিচালনা করেন মোহিত সুরি। এটি তাঁর ২০১৪ সালের চলচ্চিত্র ‘এক ভিলেন’–এর সিক্যুয়াল। ‘এক ভিলেন রিটার্নস’ সিনেমায় আরও অভিনয় করেছেন—জন আব্রাহাম, অর্জুন কাপুর, দিশা পাটানি। সিনেমাটি ২০২২ সালের ২৯ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

ঈদে মুক্তি পাবে ‘ট্রাইব্যুনাল’

ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করলেন সোনিয়া, জানালেন কেমন আছেন নায়ক

কাজাখস্তানে শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন নিশো

নতুন করে সাজানো হয়েছে গল্প, ফেব্রুয়ারিতে শুরু হবে শুটিং

‘নারীশাসিত পুরুষ’: সাহস থাকলে সামনে এসে কথা বল—আসিফকে ওমর সানীর চ্যালেঞ্জ

ওমর সানী ‘নারীশাসিত’ পুরুষ ও ‘ক্লীবলিঙ্গের মতো’ মানুষ, কিন্তু ভাইকে আমি ভালোবাসি— আসিফের মন্তব্যে সমালোচনার ঝড়

পর্দায় টমি মিয়া হবেন সাজ্জাদ হোসেন

শিল্পীদের বিদেশে স্থায়ী হওয়ার কারণ জানালেন মিশা সওদাগর

খালিদ বিন ওয়ালিদকে নিয়ে সিনেমা বানাচ্ছে সৌদি আরব

ঢাকা চলচ্চিত্র উৎসবের বিচারক আফসানা মিমি