হংকংয়ের একটি গ্রাম থেকে দেশটির জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অ্যাবি চোইয়ের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সেখানে একটি বাড়ির ফ্রিজের ভেতর রাখা ছিল তাঁর শরীরের টুকরো, খাবারের পাত্রে মিলেছে মাথার খুলি। সম্প্রতি এমন নৃশংসভাবেই হত্যা করা হয়েছে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অ্যাবি চোইকে। এ ঘটনায় অ্যাবির সাবেক স্বামীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ।
হংকং পুলিশ জানিয়েছে, গত ২২ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন চোই। এরপর গত শুক্রবার হংকংয়ের শহরতলি লুং মেই সুয়েনের কোয়াং কাউয়ের ভাড়া বাড়ির ফ্রিজের মধ্যে থেকে পুলিশ তাঁর টুকরো টুকরো দেহ উদ্ধার করে।
পুলিশ আরও বলেছে, তিনতলা ওই বাড়ির নিচতলাটি যেন অস্থায়ী কসাইয়ের দোকানে পরিণত হয়েছিল। ওই বাড়িতে একটি মাংসের স্লাইসার, একটি বৈদ্যুতিক করাত এবং কিছু পোশাকও পাওয়া গেছে।
তদন্তকারী কর্মকর্তারা ওই বাড়ি থেকে একটি মাথার খুলি, বেশ কয়েকটি পাঁজর এবং মাথার চুল উদ্ধার করেন। তবে চোইয়ের হাত ও শরীরের আরও বেশ কিছু অংশ এখনো খুঁজে পাওয়া যায়নি।
সম্প্রতি অ্যাবি চোই জনপ্রিয় ম্যাগাজিন ভোগ চায়নার প্রচ্ছদজুড়ে মডেল হয়েছিলেন। এ অভিনেত্রী কোরিয়ান ‘মোর দ্যান ফ্যামিলি’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন।