হোম > বিনোদন > সিনেমা

হংকংয়ের অভিনেত্রী অ্যাবি খুন, ফ্রিজ ও রান্নাঘরে মিলল টুকরো দেহ

হংকংয়ের একটি গ্রাম থেকে দেশটির জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অ্যাবি চোইয়ের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সেখানে একটি বাড়ির ফ্রিজের ভেতর রাখা ছিল তাঁর শরীরের টুকরো, খাবারের পাত্রে মিলেছে মাথার খুলি। সম্প্রতি এমন নৃশংসভাবেই হত্যা করা হয়েছে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অ্যাবি চোইকে। এ ঘটনায় অ্যাবির সাবেক স্বামীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ।

হংকং পুলিশ জানিয়েছে, গত ২২ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন চোই। এরপর গত শুক্রবার হংকংয়ের শহরতলি লুং মেই সুয়েনের কোয়াং কাউয়ের ভাড়া বাড়ির ফ্রিজের মধ্যে থেকে পুলিশ তাঁর টুকরো টুকরো দেহ উদ্ধার করে।

পুলিশ আরও বলেছে, তিনতলা ওই বাড়ির নিচতলাটি যেন অস্থায়ী কসাইয়ের দোকানে পরিণত হয়েছিল। ওই বাড়িতে একটি মাংসের স্লাইসার, একটি বৈদ্যুতিক করাত এবং কিছু পোশাকও পাওয়া গেছে। 

এই ঘটনার পর গত রোববার চোইয়ের মাথা পাওয়া গিয়েছিল বাড়ির রান্নার পাত্রে। মাথার অংশে একটি আঘাতের চিহ্ন দেখেই পুলিশের সন্দেহ হয় তাকে জোরে আঘাত করা হয়েছে। আর এরপরেই ফ্রিজে মেলে চোইয়ের টুকরো দেহ। 

তদন্তকারী কর্মকর্তারা ওই বাড়ি থেকে একটি মাথার খুলি, বেশ কয়েকটি পাঁজর এবং মাথার চুল উদ্ধার করেন। তবে চোইয়ের হাত ও শরীরের আরও বেশ কিছু অংশ এখনো খুঁজে পাওয়া যায়নি। 

চোইকে খুনের অভিযোগ উঠেছে অভিনেত্রীর প্রাক্তন স্বামী অ্যালেক্স কোয়াং, শ্বশুর কোং কাউ ও দেবর অ্যান্টনি কোয়াংয়ের বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। 

জানা গেছে, চোইয়ের প্রাক্তন স্বামীর সঙ্গে টাকা পয়সা নিয়ে সমস্যা চলছিল অনেক দিন ধরে। চোইয়ের মৃত্যুর ঘটনাকে চলতি বছরের সব থেকে মর্মান্তিক খুনের ঘটনা বলে মনে করছে হংকং পুলিশ। অপরাধীরা যেন কোনোভাবেই জামিন না পান, সেই ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। 

সম্প্রতি অ্যাবি চোই জনপ্রিয় ম্যাগাজিন ভোগ চায়নার প্রচ্ছদজুড়ে মডেল হয়েছিলেন। এ অভিনেত্রী কোরিয়ান ‘মোর দ্যান ফ্যামিলি’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন।

চলে গেলেন ‘নারী স্বাধীনতার প্রতীক’ ব্রিজিত বার্দো

আবার শুরু হচ্ছে ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং

আরব সিনেমার উত্থানের বছর

নতুন বছরের শুরুতে আসছে ইমনের সিনেমা

দেশে মুক্তি পেল হলিউডের দুই সিনেমা

গল্প চুরির অভিযোগ অস্কারে মনোনীত ‘হোমবাউন্ড’ সিনেমার বিরুদ্ধে

ছয় বছর পর অংশুর পরিচালনায় সুনেরাহ, আরশের সঙ্গে তোলা ছবি নিয়ে গুঞ্জন

ট্রেলারেই ঝড় তুলল নোলানের ‘দ্য ওডিসি’

তিন বছর পর বিচ্ছেদের খবর দিলেন বিন্দু

শাকিবভক্তদের রোষানলে প্রযোজক সুমি