হোম > বিনোদন > সিনেমা

‘তৃতীয় বিয়ের’ ইঙ্গিত দিয়ে শাকিব বললেন, মানুষ একা থাকতে পারে না

কয়েক মাস আগে গুঞ্জন ছড়িয়েছিল আবারও বিয়ে করছেন চিত্রনায়ক শাকিব খান। এমনও শোনা যাচ্ছিল, পরিবারের ইচ্ছা অনুযায়ী এবার ডাক্তার পাত্রীকে বিয়ে করতে যাচ্ছেন শাকিব। বরাবরের মতোই এ বিষয়ে শাকিব ছিলেন নিশ্চুপ। অবশেষে নিজের তৃতীয় বিয়ে নিয়ে কথা বললেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে তৃতীয় বিয়ের ইঙ্গিত দিয়ে শাকিব জানান, মানুষ একা থাকতে পারে না।

তৃতীয় বিয়ে প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘মানুষ একা থাকতে পারে না। পরিবার এবং সমাজ নিয়ে বেঁচে থাকে। দেখা যাক, কোনো তাড়াহুড়ো নেই যে নির্দিষ্ট কোনো বছরের মধ্যে বিয়ে করতে হবে। যদি তেমন কিছু হয়, পারিবারিকভাবে হবে এবং সেটা বিয়ের পর্যায়ে যাবে। আমার মা–বাবার যেহেতু বয়স হয়েছে; সন্তান হিসেবে তাঁরা আমাকে সংসারী দেখতে চান।’

ব্যক্তিগত জীবনে দুবার ঘর বেঁধেছিলেন শাকিব খান। কিন্তু সংসার জীবনে স্থায়ী হতে পারেননি। প্রথমে ভালোবেসে বিয়ে করেন চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। এরপর বিয়ে করেছিলেন বুবলীকে। দুই ঘরেই একটি করে পুত্রসন্তান আছে শাকিবের। সিনেমায় সফল এই নায়ককে প্রায় সময় ব্যক্তিজীবন নিয়ে সমালোচনায় পড়তে হয়েছে। দুটি বিচ্ছেদই কষ্ট দিয়েছে ব্যক্তি শাকিবকে। এই প্রসঙ্গে শাকিব বলেন, ‘কোনো ভাঙনই সুখের নয়। যতটুকু হয়েছে, হয়তো সেটুকুই হওয়ার ছিল। লাইফ ইজ অ্যা জার্নি। এই যাত্রায় অনেকের সঙ্গে দেখা হয়, পরিচয় হয়। আমার জীবনে দুজন (অপু-বুবলী) মানুষ অতীত, এটা আগেও বলেছি। তারা অতীত হয়েই থাকুক। এসব নিয়ে আমার আক্ষেপ-ভ্রুক্ষেপ কিছুই নেই। যা হয়েছে হয়তো ভালোর জন্য হয়েছে। আমার দুই সন্তান, বাবা-মা, বোন ও তার পরিবার, কিছু কাছের আপন মানুষ, আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং দেশ-বিদেশের কোটি কোটি ভালোবাসার মানুষ রয়েছেন, যাঁরা আমাকে অঢেল ভালোবাসা দেন; তাঁদের সবাইকে নিয়ে আমি খুব ভালো আছি।’

নকলের অভিযোগ নিয়ে মুখ খুললেন নির্মাতা হৃদয়

এ বছর নজর কাড়বে যেসব সিনেমা

ফেব্রুয়ারিতে জয়া আহসানের ‘ওসিডি’

চলচ্চিত্রে ২০২৫ সালের আলোচিত ৫ ঘটনা

খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন: জয়া আহসান

খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ তারকাদের শোক

চলে গেলেন ‘নারী স্বাধীনতার প্রতীক’ ব্রিজিত বার্দো

আবার শুরু হচ্ছে ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং

আরব সিনেমার উত্থানের বছর

নতুন বছরের শুরুতে আসছে ইমনের সিনেমা