২০১৯ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল জয়া আহসান অভিনীত ‘রবিবার’। এটিই এখন পর্যন্ত কলকাতায় জয়ার সর্বশেষ মুক্তি পাওয়া ছবি। ছবিটি বানিয়েছিলেন জাতীয় পুরস্কার পাওয়া নির্মাতা অতনু ঘোষ।
একই পরিচালকের কাজ দিয়ে আবারও ভারতের সিনেমা হলে ফিরছেন জয়া আহসান। ২০ আগস্ট হলে আসছে জয়া অভিনীত নতুন ছবি ‘বিনিসুতোয়’। এতে জয়া অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে।
তবে দীর্ঘদিন পর সিনেমা হলের মুখ দেখলেও, খানিকটা মন খারাপের খবর– মাত্র একটি হলেই মুক্তি পাচ্ছে ছবিটি। এ খবর জানিয়েছেন ছবির পরিচালক অতনু ঘোষ।
সেই ভাবনা থেকে একান্ত নিজস্ব উদ্যোগে ছবির প্রদর্শনী করছেন তিনি। আগামী ২০ আগস্ট শুক্রবার থেকে কলকাতার নন্দন সিনেমা হলে স্থানীয় সময় দুপুর ৩টায় ছবির প্রদর্শন শুরু হবে।
কী নিয়ে ‘বিনিসুতোয়’ ছবির গল্প? পরিচালক অতনু ঘোষ জানান, ছবির গল্প বোনা হয়েছে দুটি চরিত্র কাজল সরকার ও শ্রাবণী বড়ুয়াকে ঘিরে। গানের একটি রিয়েলিটি শোয়ের অডিশনে দেখা হয় দুজনের। অডিশন শেষ হওয়ার পর বাসে উঠতে গিয়ে শ্রাবণী আহত হয়। এগিয়ে আসে কাজল, তাঁকে হাসপাতালে নিয়ে যায়। এভাবে দুজনের মধ্যে তৈরি হয় যোগসূত্র। ছবিতে কাজল চরিত্রে আছেন ঋত্বিক আর শ্রাবণীর ভূমিকায় জয়া আহসান।
দেখুন ‘বিনিসুতোয়’ ছবির ট্রেলার: