ঢাকা: প্রথমবারের মতো কলকাতার সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম। ‘ডিকশনারি’ নামের ওই সিনেমা বানিয়েছেন অভিনেতা, নির্মাতা ও রাজনীতিবিদ ব্রাত্য বসু। এ বছরের ১২ ফেব্রুয়ারি কলকাতার সিনেমা হলে মুক্তি পায়। এতদিন বাংলাদেশের দর্শকরা অপেক্ষায় ছিলেন সিনেমাটি দেখার। কিন্তু সে সুযোগ ছিল না। এবার মিলবে মোশাররফের ‘ডিকশনারি’ দেখার সুযোগ।
কারন সিনেমাটি দেখা যাবে টিভির পর্দায়। রোববার (২৩ মে) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় জি বাংলায় হবে ‘ডিকশনারি’র ওয়ার্ল্ড প্রিমিয়ার।
কথাসাহিত্যিক বুদ্ধদেব গুহর দুটি ছোট গল্প ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘ডিকশনারি’। এতে একটি আবাসন প্রতিষ্ঠানের মালিক মকরকান্তি চ্যাটার্জির চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম।
সিনেমাটির সংলাপ-চিত্রনাট্য লিখেছেন উজ্জ্বল চট্টোপাধ্যায় ও ব্রাত্য বসু। সংগীত পরিচালনা করেছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই মোশাররফ অভিনীত ‘ডিকশনারি’ নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ফিচার ফিল্ম হিসেবে গৌতম বুদ্ধ পুরস্কার জিতেছে।
দেখুন মোশাররফ করিম অভিনীত ‘ডিকশনারি’র ট্রেলার:
‘ডিকশনারি’র সাফল্যের পর কলকাতার আরো একটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মোশাররফ করিম। সিনেমার নাম ‘হুব্বা’। সেটিও বানাবেন ব্রাত্য বসু। ভারতের হুগলির দাউদ ইব্রাহিমখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবনের গল্প নিয়ে বানানো হবে সিনেমাটি। মূল চরিত্র হুব্বা শ্যামল হয়েই পর্দায় থাকবেন মোশাররফ।
নব্বইয়ের দশকের শেষ দিকে গ্যাংস্টার হুব্বা শ্যামলের আবির্ভাব। তখন হুগলি জেলার অন্ধকার জগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিল হুব্বা শ্যামল। খুন, অপহরণ, মাদক পাচারের ৩০টি মামলা ছিল তার বিরুদ্ধে। ৭০টা মোবাইল ফোন ব্যবহার করত হুব্বা। লোকসভা নির্বাচনে প্রার্থীও হয়েছিল একবার।
তাঁর ভয়াবহতার গল্পই উঠে আসবে ব্রাত্য বসুর ‘হুব্বা’ সিনেমায়। এর মধ্য দিয়ে নেতিবাচক চরিত্রে হাজির হবে মোশাররফ করিম।