হোম > বিনোদন > সিনেমা

গুরুর ছেলেকে সুযোগ দিলেন জিৎ

দুই বাংলাতেই সমান জনপ্রিয় জিৎ। টালিগঞ্জে দিয়েছেন একের পর এক ব্লকবাস্টার সিনেমা। বাংলাদেশের দর্শকদের কাছেও পেয়েছেন আকাশছোঁয়া জনপ্রিয়তা। এবার নতুন পথে হাঁটা শুরু করলেন এই তারকা। তাঁর প্রযোজনা সংস্থা জিৎ’স ফিল্ম ওয়ার্কস এবং গ্রাসরুট এন্টারটেনমেন্ট হিন্দোল চক্রবর্তীকে দিয়ে প্রথম স্বল্পদৈর্ঘ্য ছবি নির্মাণ করলেন। ছবির নাম ‘হরে কৃষ্ণ’। যে ছবিতে ছিমছাম গল্প, বিনোদন আর বার্তা, সবই থাকবে। মুক্তি পাবে আজ ২৯ আগস্ট। ছবিতে দেখা যাবে জিৎ’স ফিল্ম ওয়ার্কস এবং গ্রাসরুট এন্টারটেনমেন্টের নিজস্ব ইউটিউব চ্যানেলে। অভিনয় করেছেন শুভময় চট্টোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য, রাজু মজুমদার, মন্টু মল্লিক, ফিরোজ আহমেদ, দেবাশিস রায় প্রমুখ।

মজার ব্যাপার, ২০০২ সালে পরিচালক হরনাথ চক্রবর্তীর সুপারহিট ‘সাথী’ ছবিতে বাংলা ছবিতে অভিষেক হয় জিতের। এবার জিতের প্রযোজনায় পরিচালক হিসাবে অভিষেক হলো হরনাথ চক্রবর্তীর ছেলে হিন্দোল চক্রবর্তীর। জিৎ সিনেমা জগতে হরণাথ চক্রবর্তীকে গুরু মানেন।

ছবির কথা জানাতে গিয়ে ইনস্টাগ্রামে নিজের মতামত জানিয়েছেন জিৎ। সেখানেই তিনি বলেন, ‘অনেক সময় ছোট ছোট কাজ অনেক বড় বার্তা পৌঁছে দেয়। সেই জায়গা থেকেই এ বার স্বল্পদৈর্ঘ্য ছবির মাধ্যমে বড় কথা বলার চেষ্টা করব।’

এই ছবির দৈর্ঘ্য ১০ মিনিট। পরিচালক হিন্দোল চক্রবর্তী ভারতীয় গণমাধ্যমকে জানান, ‘সময় অল্প হলেও এই ছবির বিষয়বস্তু খুবই প্রাসঙ্গিক। প্রতিদিনের জীবনে আমরা আমাদের চারপাশে যা কিছু দেখতে পাই, তাই উঠে এসেছে এই ছবিতে। তবে সবটাই হাস্যকৌতুকের আকারে। এটি একটি সোশ্যাল স্যাটায়ার।’ তিনি আরও জানান, জিতের প্রযোজনায় ফিচার ফিল্ম করার কথা ছিল তাঁর। কিন্তু করোনার কারণে ইন্ডাস্ট্রি বিধ্বস্ত, তাই বড় ছবির পরিকল্পনা তাঁরা বাতিল করেন। তবে আগামী দিনে জিতের ছবির পরিচালক হিসাবেও দেখা যাবে তাঁকে।’

জিতকে বড় পর্দায় শেষ দেখা গিয়েছে গত বছরের শুরুর দিকে। পাভেলের ‘অসুর’ ছবিতে। সেই ছবিতে তাঁর ‘কিগান মান্ডি’ চরিত্রটি বেশ প্রশংসা পায়। মুক্তির প্রতীক্ষায় রয়েছে জিতের দুটো বড় বাজেটের ছবি ‘বাজি’ এবং ‘ইন্সপেক্টর নটিকে’। দু’টি ছবিতে জিতের বিপরীতে দেখা যাবে যথাক্রমে মিমি চক্রবর্তী এবং নুসরাত ফারিয়াকে। ইতিমধ্যেই ছবিদুটির গান মুক্তি পেয়ে গিয়েছে। বিশ্বব্যাপী লকডাউনের আগে এবং পরে লন্ডন-সহ নানা জায়গায় শুটিং হয়েছে ছবির দৃশ্য।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

আলভীর হাত ধরে ফিরছে ভেঙে যাওয়া জুটি

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

‘মুজিব ভাই’ ও ‘খোকা’র নির্মাণ ব্যয় নিয়ে বিস্মিত পরিচালক

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

বাংলাদেশি সিনেমায় নেপালি অভিনেতা প্রমোদ

ঢাকায় আজ শুরু হচ্ছে সিনেমার উৎসব

রেকর্ড গড়ল ‘পিনিক’: এক টেকে পুরো গানের শুটিং

৩২ দেশের ৭৪ সিনেমা নিয়ে চলছে বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

মুক্তির দেড় বছর পর ‘ফাতিমা’ নিয়ে চুমকীর অভিযোগ, বিস্মিত নির্মাতা