হোম > বিনোদন > সিনেমা

‘ড্রাইভার’ লুকে যেমন মোশাররফ

সাভারে চলছে ইফতেখার চৌধুরীর ‘ড্রাইভার’ ছবির শুটিং। এ ওয়েব ফিল্মে ড্রাইভার হয়েছেন মোশাররফ করিম। কয়েকদিন ধরে হাফহাতা নীল শার্টে ড্রাইভারের পোশাকে শুটিং স্পটে হাজির হচ্ছেন তিনি। নাটক, সিনেমা, বিজ্ঞাপনে এ পর্যন্ত অনেক ধরনের চরিত্রে দেখা দিয়েছেন মোশাররফ। ড্রাইভার চরিত্রও যে তাঁর জন্য নতুন কিছু, তা নয়। কিন্তু ‘ড্রাইভার’ ছবির বিষয়টি কিছুটা আলাদা।

কারণ, প্রথমত এটি চলচ্চিত্র। এ বছরের শেষদিকে এসে মোশাররফ করিম বেশিমাত্রায় মনোযোগি হয়েছেন চলচ্চিত্রে। পরপর বেশকিছু ছবির খবর এসেছে তাঁর। ‘ড্রাইভার’ তার মধ্যে অন্যতম।

আর দ্বিতীয়ত, এ ছবিতে মোশাররফের সঙ্গে অভিনয় করছেন মাহিয়া মাহি। আবদুন নূর সজলও আছেন। চলচ্চিত্রের মাহি এ পর্যন্ত অনেকের সঙ্গে কাজ করলেও মোশাররফ করিমের সঙ্গে এই প্রথম। তাই বাড়তি আগ্রহ তো আছেই দর্শকদের মধ্যে।

আগ্রহ ছিল ‘ড্রাইভার’ ছবিতে মোশাররফ করিমের লুক কেমন হবে সেটি নিয়েও। ছবিতে তাঁর লুক প্রকাশ্যে এসেছে সংগীতশিল্পী বাঁধন সরকার পূজার মাধ্যমে। বুধবার দুপুরে নিজের ফেসবুক প্রোফাইলে ‘ড্রাইভার’ ছবির সেট থেকে কয়েকটি ছবি আপ করেছেন পূজা। তাতে পাওয়া গেল মোশাররফের ‘ড্রাইভার’ লুক।

সংগীতশিল্পী পূজাকে ‘ড্রাইভার’-এর সেটে দেখা গেলেও ছবিতে তিনি গাইছেন না। বললেন, ‘এ ছবিতে কোনো গান নেই। আমার নিজের একটা গানের শুটিং ছিল পাশেই। শুটিংয়ের অবসরে দেখা করতে গিয়েছিলাম। কিছুক্ষণ ছিলাম। সময়টা ভালো কেটেছে।’

‘ড্রাইভার’ ছবিটি প্রযোজনা করছে ক্ল্যাপবোর্ড এন্টারটেইনমেন্ট। দেখা যাবে বায়স্কোপে।

শাকিবভক্তদের রোষানলে প্রযোজক সুমি

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

ঈদের সিনেমার দৌড়ে ‘বনলতা সেন’

সিনেমার জন্য বাংলা শিখছেন সাইফ আলী খান

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু ‘রইদ’ ও ‘মাস্টার’ সিনেমার

ফেব্রুয়ারিতে আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’, দেখা যাবে ৩ ভাষায়

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু হবে ‘রইদ’ সিনেমার

ওজন কমিয়ে শুটিংয়ে বাঁধন, মুক্তির অপেক্ষায় আরও দুই সিনেমা