অনন্য মামুনের পরিচালনায় ‘অমানুষ’ নামে একটি ছবিতে অভিনয় করেছিলেন রাফিয়াত রশীদ মিথিলা। শুটিং শেষ করে তিনি এখন কলকাতায়। সেখান থেকে একের পর এক নতুন ছবির খবর দিচ্ছে। গেল কয়েকমাসে চারটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন।
তবে আজ মিথিলাকে নিয়ে চমকে দিলেন পরিচালক অনন্য মামুন। জানালেন, মিথিলার বিরুদ্ধে রয়েছে তার গুরুতর অভিযোগ। তার কিছুটা আঁচ দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে মামুন একটি ছবি পোস্ট করে মিথিলার। ক্যাপশনে লেখেন, ‘কোনোভাবেই মাথা ঠাণ্ডা রাখতে পারলাম না। অনেক হয়েছে। এবার সময় এসেছে সত্যিটা বলার। কোনোদিন কাউকে নিয়ে বলিনি। এবার বলবো।’
অনেকে বলছেন, ‘অমানুষ’ -এর মুক্তির আগে প্রচারণা। তবে পরিচালক জানালেন, মুক্তি তো অনেক দূরের বিষয়। ডাবিং-এডিটিংই করা হয়নি। তারপর সেন্সর। তারপর মুক্তির চিন্তা।