হোম > বিনোদন > সিনেমা

সংবাদ সম্মেলনে মিথিলার বিরুদ্ধে অভিযোগ জানাবেন পরিচালক

অনন্য মামুনের পরিচালনায় ‘অমানুষ’ নামে একটি ছবিতে অভিনয় করেছিলেন রাফিয়াত রশীদ মিথিলা। শুটিং শেষ করে তিনি এখন কলকাতায়। সেখান থেকে একের পর এক নতুন ছবির খবর দিচ্ছে। গেল কয়েকমাসে চারটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন।

তবে আজ মিথিলাকে নিয়ে চমকে দিলেন পরিচালক অনন্য মামুন। জানালেন, মিথিলার বিরুদ্ধে রয়েছে তার গুরুতর অভিযোগ। তার কিছুটা আঁচ দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে মামুন একটি ছবি পোস্ট করে মিথিলার। ক্যাপশনে লেখেন, ‘কোনোভাবেই মাথা ঠাণ্ডা রাখতে পারলাম না। অনেক হয়েছে। এবার সময় এসেছে সত্যিটা বলার। কোনোদিন কাউকে নিয়ে বলিনি। এবার বলবো।’

তার এমন পোস্ট থেকে অবাক হচ্ছেন অনেকেই। তবে তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে অনেক-শিল্পী কুশলীরাও এই প্রতিবাদে অংশ নিচ্ছেন। এমনকি মিথিলার বন্ধু ও সহকর্মী নিরবও এই পোস্ট শেয়ার করেছেন।

অনন্য মামুন বলেন, ‘মিথিলার এসব কথা ফোনে বলে শেষ করা যাবে না। সিদ্ধান্ত নিয়েছি সংবাদ সম্মেলন করে সব ঘটনা বলবো। ২০ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছি। যেখানে পুরো ঘটনা তুলে ধরবো।’

অনেকে বলছেন, ‘অমানুষ’ -এর মুক্তির আগে প্রচারণা। তবে পরিচালক জানালেন, মুক্তি তো অনেক দূরের বিষয়। ডাবিং-এডিটিংই করা হয়নি। তারপর সেন্সর। তারপর মুক্তির চিন্তা।

বাংলাদেশি সিনেমায় নেপালি অভিনেতা প্রমোদ

ঢাকায় আজ শুরু হচ্ছে সিনেমার উৎসব

রেকর্ড গড়ল ‘পিনিক’: এক টেকে পুরো গানের শুটিং

৩২ দেশের ৭৪ সিনেমা নিয়ে চলছে বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

মুক্তির দেড় বছর পর ‘ফাতিমা’ নিয়ে চুমকীর অভিযোগ, বিস্মিত নির্মাতা

এবার বাংলাদেশের হলে মুক্তি পাচ্ছে ‘সুলতানাস ড্রিম’

শাকিব খানকে ছাড়াই শুরু হলো প্রিন্সের শুটিং

থ্রিলার গল্পের ওয়েব ফিল্মে ইরফান, ভাবনা ও দীঘি

রোজার ঈদে মুক্তি পাবে অপু বিশ্বাসের ‘দুর্বার’

‘হাওয়া’র পর তিন সিনেমা নিয়ে আসছেন তুষি