হোম > বিনোদন > সিনেমা

সংবাদ সম্মেলনে মিথিলার বিরুদ্ধে অভিযোগ জানাবেন পরিচালক

অনন্য মামুনের পরিচালনায় ‘অমানুষ’ নামে একটি ছবিতে অভিনয় করেছিলেন রাফিয়াত রশীদ মিথিলা। শুটিং শেষ করে তিনি এখন কলকাতায়। সেখান থেকে একের পর এক নতুন ছবির খবর দিচ্ছে। গেল কয়েকমাসে চারটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন।

তবে আজ মিথিলাকে নিয়ে চমকে দিলেন পরিচালক অনন্য মামুন। জানালেন, মিথিলার বিরুদ্ধে রয়েছে তার গুরুতর অভিযোগ। তার কিছুটা আঁচ দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে মামুন একটি ছবি পোস্ট করে মিথিলার। ক্যাপশনে লেখেন, ‘কোনোভাবেই মাথা ঠাণ্ডা রাখতে পারলাম না। অনেক হয়েছে। এবার সময় এসেছে সত্যিটা বলার। কোনোদিন কাউকে নিয়ে বলিনি। এবার বলবো।’

তার এমন পোস্ট থেকে অবাক হচ্ছেন অনেকেই। তবে তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে অনেক-শিল্পী কুশলীরাও এই প্রতিবাদে অংশ নিচ্ছেন। এমনকি মিথিলার বন্ধু ও সহকর্মী নিরবও এই পোস্ট শেয়ার করেছেন।

অনন্য মামুন বলেন, ‘মিথিলার এসব কথা ফোনে বলে শেষ করা যাবে না। সিদ্ধান্ত নিয়েছি সংবাদ সম্মেলন করে সব ঘটনা বলবো। ২০ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছি। যেখানে পুরো ঘটনা তুলে ধরবো।’

অনেকে বলছেন, ‘অমানুষ’ -এর মুক্তির আগে প্রচারণা। তবে পরিচালক জানালেন, মুক্তি তো অনেক দূরের বিষয়। ডাবিং-এডিটিংই করা হয়নি। তারপর সেন্সর। তারপর মুক্তির চিন্তা।

ওজন কমিয়ে শুটিংয়ে বাঁধন, মুক্তির অপেক্ষায় আরও দুই সিনেমা

নতুন ওয়েব ফিল্মে বিদ্যা সিনহা মিম

বছরের শেষ সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’

৬ বছর পর প্রকাশ্যে এল অপু-মোমরেনাজের বিচ্ছেদের খবর

শুরু হচ্ছে তারকাবহুল ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার শুটিং

রটারড্যাম উৎসবে ‘দেলুপি’

অলীকের কথায় হাবিবের গান

সৌদির রেড সি ফেস্টিভ্যালে সেরা রোহিঙ্গা ভাষার ‘লস্ট ল্যান্ড’

ঈদে মুক্তি পাবে ‘ট্রাইব্যুনাল’

ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করলেন সোনিয়া, জানালেন কেমন আছেন নায়ক