২০২২ সালে মুক্তি পেয়েছিল ‘হাওয়া’। প্রথম সিনেমাতেই বাজিমাত করেছিলেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন দুই জায়গাতেই দর্শক ভিড় করেছেন দেখার জন্য। অভিনয় করেছিলেন চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, নাজিফা তুষি প্রমুখ। দুই বছর পর নতুন সিনেমার শুটিং শুরু করেছেন সুমন। চঞ্চল, রাজ না থাকলেও এবার সুমনের সিনেমায় দেখা যাবে নাজিফা তুষিকে। তাঁর সঙ্গে আছেন মোস্তাফিজ নূর ইমরান।
তিন বছর আগেই ‘রইদ’ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন সুমন। সে সময় সিনেমাটি প্রযোজনার কথা ছিল অভিনেত্রী জয়া আহসানের। ২০২০-২১ অর্থবছরে সিনেমা নির্মাণের জন্য ৬০ লাখ টাকার সরকারি অনুদান পেয়েছিলেন জয়া। তবে সময়মতো সিনেমার কাজ শুরু করতে না পারায় চলতি বছরের শুরুতে অনুদানের টাকা ফেরত দিয়েছিলেন তিনি। বলেছিলেন, ‘নানা কারণেই নির্মাণপ্রক্রিয়া বিলম্ব হচ্ছে। এদিকে অনুদানের অর্থ নিয়ে সিনেমা নির্মাণ না করাটা আমার কাছে অশোভন মনে হয়েছে, তাই টাকা ফেরত দিয়েছি।’
শুটিং শেষে আনুষ্ঠানিক ঘোষণার আগপর্যন্ত রইদ নিয়ে কোনো কথা বলতে চান না নির্মাতা। একই কথা অভিনেতা মোস্তাফিজ নূর ইমরানের কণ্ঠেও। জানালেন, প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানোর পর এ সিনেমা নিয়ে কথা বলবেন।