হোম > বিনোদন > সিনেমা

কল্পনা আর বাস্তবের মাঝে ‘জাহান’-এর পৃথিবী

শান্ত স্বভাবের মেয়ে জাহান। স্বামী শিহাবকে নিয়ে তার সংসার। পোস্ট ট্রমাটিক ডিজঅর্ডার থেকে প্রায়ই কল্পনা আর বাস্তবতা গুলিয়ে ফেলে জাহান। শিহাব চেষ্টা করে সেই ট্রমা কাটিয়ে তাকে স্বাভাবিক জীবনে ফেরাতে, কিন্তু পারে না। একদিন হুট করেই জাহান ঘটিয়ে ফেলে এক দুর্ঘটনা। সৃষ্টি হয় জটিল পরিস্থিতির।

এমন গল্প নিয়ে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘জাহান’। আতিক জামান পরিচালিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাজিয়া হক অর্ষা। তাঁর সঙ্গে রয়েছেন মোস্তাফিজুর নূর ইমরান, শিল্পী সরকার অপু, নাঈমা তাসনীম, ইমেল হক, সাক্ষর কুন্ডু দ্বীপ প্রমুখ। বৃহস্পতিবার রাত ৮টায় মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে ‘জাহান’।

‘জাহান’-এ ক্যামেরা চালিয়েছেন তানভীর আহসান, ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন জাহিদ নিরব। কাজটি নিয়ে নাজিয়া হক অর্ষা বলেন, ‘জাহান চরিত্রটির ইনার সাইট ডার্ক আবার কিছুটা ইনোসেন্ট। কাজটি বেশ চ্যালেঞ্জিং ছিল আমার জন্য।’

মোস্তাফিজুর নূর ইমরান বলেন, ‘আমি একজন রিয়াকশন নির্ভর অভিনেতা। আমার বিপরীতে যে অভিনয়শিল্পী থাকেন তাঁর রিয়াকশন খুব জরুরি। সেদিক থেকে অর্ষা খুবই দারুণ। আমি প্রতিনিয়ত তাঁর কাছ থেকে অনেক কিছু শিখি। আর এই গল্পটা মানসিক স্বাস্থ্য নিয়ে নির্মিত। আশা করছি, কনটেন্টটা দেখে দর্শক পছন্দ করবেন।’

শুরু হচ্ছে তারকাবহুল ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার শুটিং

রটারড্যাম উৎসবে ‘দেলুপি’

অলীকের কথায় হাবিবের গান

সৌদির রেড সি ফেস্টিভ্যালে সেরা রোহিঙ্গা ভাষার ‘লস্ট ল্যান্ড’

ঈদে মুক্তি পাবে ‘ট্রাইব্যুনাল’

ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করলেন সোনিয়া, জানালেন কেমন আছেন নায়ক

কাজাখস্তানে শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন নিশো

নতুন করে সাজানো হয়েছে গল্প, ফেব্রুয়ারিতে শুরু হবে শুটিং

‘নারীশাসিত পুরুষ’: সাহস থাকলে সামনে এসে কথা বল—আসিফকে ওমর সানীর চ্যালেঞ্জ

ওমর সানী ‘নারীশাসিত’ পুরুষ ও ‘ক্লীবলিঙ্গের মতো’ মানুষ, কিন্তু ভাইকে আমি ভালোবাসি— আসিফের মন্তব্যে সমালোচনার ঝড়