হোম > বিনোদন > সিনেমা

আদর-পূজার সঙ্গে নাচলেন ইমরান ও আতিয়া

বিনোদন প্রতিবেদক, ঢাকা

ইমরান, আতিয়া, পূজা ও আদর আজাদ। ছবি: সংগৃহীত

কোরবানির ঈদে মুক্তির তালিকায় থাকা ‘নীলচক্র’ সিনেমার গানে পর্দায় হাজির হয়েছেন দুই সংগীতশিল্পী জালালি শাফায়াত ও বালাম। ‘এই শহরের অন্ধকারে’ শিরোনামের গানটি লেখার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন জালালি শাফায়াত। সুর করেছেন বালাম। নীলচক্রের দেখানো পথে হাঁটল ঈদের আরেক সিনেমা ‘টগর’। এই সিনেমার ‘ও সুন্দরী’ গানে কেন্দ্রীয় দুই অভিনয়শিল্পী আদর আজাদ ও পূজা চেরির সঙ্গে দেখা গেল সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও আতিয়া আনিসাকে।

গতকাল টাইগার মিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় টগর সিনেমার দ্বিতীয় গান ‘ও সুন্দরী’। রবিউল ইসলাম জীবনের লেখা গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন ইমরান। গেয়েছেন ইমরান ও আতিয়া। আইটেম ঘরনার এই গানের শুরুতে পারফর্ম করেন আদর ও পূজা। শেষ দিকে চমক হিসেবে হাজির হন ইমরান ও আতিয়া। পূজার সঙ্গে নাচলেন ইমরান আর আদরের সঙ্গে জুটি হয়ে কোমর দুলিয়েছেন আতিয়া।

ক্যারিয়ারে অনেক সিনেমায় প্লেব্যাক করলেও এবারই প্রথম সিনেমার গানে পর্দায় পারফর্ম করলেন ইমরান। ও সুন্দরী গান নিয়ে ইমরান মাহমুদুল বলেন, ‘এটা আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। নিজের গানে পর্দায় নাচা ছিল চ্যালেঞ্জিং, কিন্তু এক্সাইটিং। টগর সিনেমার এই গান নিয়ে আমি খুবই আশাবাদী।’

আতিয়া আনিসা বলেন, ‘ইমরান ভাইয়ের সঙ্গে গাওয়া এবং একই গানে স্ক্রিন শেয়ার করতে পেরে খুবই ভালো লেগেছে।’

অ্যাকশন ঘরানার সিনেমা টগর বানিয়েছেন আলোক হাসান। ধুন্ধুমার অ্যাকশন নিয়ে হাজির হবেন আদর আজাদ। কম যাবেন না পূজা চেরিও। সদ্য প্রকাশিত টিজারে এমনটাই আঁচ পাওয়া গেছে। টগর নিয়ে আশাবাদী আদর আজাদ বলেন, ‘টগর আমার জন্য বিশেষ একটি প্রজেক্ট। ও সুন্দরী গানটি সিনেমার অন্যতম হাইলাইট হবে; দর্শকদের অনুরোধ করব হলে গিয়ে সিনেমাটি উপভোগ করার।’

সৌদির রেড সি ফেস্টিভ্যালে সেরা রোহিঙ্গা ভাষার ‘লস্ট ল্যান্ড’

ঈদে মুক্তি পাবে ‘ট্রাইব্যুনাল’

ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করলেন সোনিয়া, জানালেন কেমন আছেন নায়ক

কাজাখস্তানে শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন নিশো

নতুন করে সাজানো হয়েছে গল্প, ফেব্রুয়ারিতে শুরু হবে শুটিং

‘নারীশাসিত পুরুষ’: সাহস থাকলে সামনে এসে কথা বল—আসিফকে ওমর সানীর চ্যালেঞ্জ

ওমর সানী ‘নারীশাসিত’ পুরুষ ও ‘ক্লীবলিঙ্গের মতো’ মানুষ, কিন্তু ভাইকে আমি ভালোবাসি— আসিফের মন্তব্যে সমালোচনার ঝড়

পর্দায় টমি মিয়া হবেন সাজ্জাদ হোসেন

শিল্পীদের বিদেশে স্থায়ী হওয়ার কারণ জানালেন মিশা সওদাগর

খালিদ বিন ওয়ালিদকে নিয়ে সিনেমা বানাচ্ছে সৌদি আরব