বিয়ের পিঁড়িতে বসলেন ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। জানা গেছে, সনাতন ধর্মমতে আজ মঙ্গলবার বিয়ের আনুষ্ঠানিকতা হচ্ছে। দুই দিন আগে হয়েছে গায়ে হলুদ। মিমের বিয়ের দাওয়াত পেয়েছেন এমন এক অতিথি বিয়ের সত্যতা নিশ্চিত করেছেন।
গেল কয়েক দিন ধরেই মিমের বিয়ের খবর চাউর। সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পাওয়া যায়। যেটি পোস্ট করেছেন দেশের খ্যাতিমান ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। ছবিতে নীল-সোনালি রঙা লেহেঙ্গা পরে মিম এবং একই রঙের অর্থাৎ ম্যাচিং করা পাঞ্জাবি পরে আছেন মিমের স্বামী সনি পোদ্দার। তাঁদের সঙ্গে নিয়ে সেলফি তুলেছেন বিপ্লব সাহা। তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মিমকে শুভকামনা জানান।
মিমের বরের নাম সনি পোদ্দার। কুমিল্লার ছেলে সনি দেশের একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন বলে জানিয়েছিলেন মিম। ছয় বছর ধরে তাঁদের প্রেমের সম্পর্ক। একটা সময় দুই পরিবারের সদস্যদের তাঁদের সম্পর্কের কথা জানানো হয়। দুই পরিবারই শুরু থেকে ইতিবাচক ছিল। পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নেন গত বছরের জন্মদিনে বাগদান সেরে নেওয়ার। সে অনুযায়ীই দুজনের বাগদান হয়।