হোম > বিনোদন > বলিউড

বাধ্য হয়ে অভিনয়ে এসেছেন টুইঙ্কেল

অভিনয়কে পেশা হিসাবে বেছে নেওয়ার কোনও ইচ্ছা ছিল না। এই পেশায় এসেছিলেন চাপে পড়ে। এমনটা জানিয়েছেন বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্না। সম্প্রতি এক টক শোয়ে কারিনা কাপুরের সঙ্গে আলোচনা করতে গিয়ে এই তথ্য জানিয়েছেন তিনি।

টুইঙ্কেল কথা প্রসঙ্গে কারিনাকে জিজ্ঞাসা করেন, যখন কারিনা অভিনয়কে পেশা হিসাবে বেছে নিচ্ছিলেন, তখন তাঁর বাড়িতে কোনও সমস্যা হয় কি না? অনেকেই জানেন, কাপুর বাড়িতে মেয়েদের অভিনয় নিয়ে রক্ষণশীলতা আছে।

কারিনা জানান, তাঁর বড় বোন কারিশমা যখন সিনেমায় কাজ করবেন বলে সিদ্ধান্ত নেন, তখন তাঁদের বাবা রণধীর কাপুর কিছুটা অসন্তুষ্ট হন। পরে অবশ্য মেনেও নেন। কারণ তাঁদের মা ববিতা রীতিমতো পাশে দাঁড়ান। পরে কারিনার ক্ষেত্রে তাই বিশেষ অসুবিধা হয়নি। তাঁদের দুই বোনেরই ইচ্ছা ছিল অভিনয়কে পেশা হিসাবে বেছে নেবেন।

কারিনার কথায়, অনেকেই ভাবেন, এটা বোধহয় খুব সহজ কাজ। কিন্তু অভিনয় মোটেই সহজ কাজ নয়। এখানে সাফল্য পাওয়া রীতিমতো কঠিন।

এই প্রসঙ্গে বলতে গিয়ে টুইঙ্কেল বলেন, কারিশমা এবং কারিনার যেমন ইচ্ছা ছিল অভিনয়কেই পেশা হিসাবে বেছে নেবেন, তাঁর ক্ষেত্রে তেমন হয়নি। বরং তিনি অন্য কিছু করবেন বলেই ভেবেছিলেন। কিন্তু সেই সময়ে তাঁর মা ডিম্পলের উপর তাঁদের দুই বোন-সহ পুরো পরিবারের দায়িত্ব। তাই মাকে সাহায্য করার জন্যই শেষ পর্যন্ত অভিনয়ে চলে আসেন তিনি। অভিনয়ের বাইরে অন্য কিছু তখন ভাবতে পারেননি। যদিও যখনই সুযোগ মিলেছে নিজেকে অভিনয় থেকে গুটিয়ে নিয়েছেন। স্বামী-সন্তানকে নিয়ে সুখের সংসার টুইঙ্কেলের।

বলিউডের হতাশার বছরে আলো দেখালেন রণবীর

বলিউডের আলোচিত ঘটনা

নতুন গেম শো দিয়ে টিভিতে ফিরছেন অক্ষয়

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ