২০০৫ সালের অন্যতম হিট ছবি ছিল ‘বান্টি অউর বাবলি’, যাতে দেখানো হয়েছিল দুই চোরের গল্প। আর ছবির শেষে যাঁরা সৎপথে চলার প্রতিশ্রুতি দেয় পুলিশ অফিসারকে। ১৬ বছর পর আবার শুরু হয়েছে সেই একই কায়দায় চুরি। আর চুরির পর পাওয়া যাচ্ছে বান্টি-বাবলির নামের প্রথম অক্ষর অনুসারে ‘বিবি’ সিগনেচার। পুলিশ অফিসার ধরে আনেন বান্টি আর বাবলিকে। বাবলি এখন পুরোদস্তুর গৃহিণী; আর বান্টি কাজ করে রেলে। তাঁদের একটি ছেলেও আছে। তারাই করছে এই চুরি? নাকি এর পেছনে আছে অন্য কোনো রহস্য? কারণ, পরিচালক এই ছবিতে গল্পের টুইস্ট বাড়াতে পরিচয় করিয়ে দিচ্ছেন আরও এক বান্টি-বাবলিকে। অভিনয় করেছেন সিদ্ধান্ত চতুর্বেদী আর শর্বরী। পুরো রহস্য জানতে হলে অপেক্ষা করতে হবে ১৯ নভেম্বর পর্যন্ত। কারণ, ওই দিনেই মুক্তি পাবে ছবিটি।
সারা বিশ্বে চুরি-ডাকাতি নিয়ে বহু ছবি তৈরি হয়েছে। এই ফর্মুলা বেশ ব্যবসায়িক সফলতাও এনে দেয়। ‘মানি হেইস্ট’ সিরিজ যার অন্যতম উদাহরণ। গুরুত্বপূর্ণ সম্পদ কিংবা টাকা-পয়সা চুরি বা লুটের ঘটনাকে কেন্দ্র করে চোর-পুলিশের লুকোচুরি খেলার বিষয়টি দর্শক বেশ উপভোগ করে।
বলিউডে চুরি নিয়ে সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি ছবি ‘ধুম’ সিরিজ। যশরাজ ফিল্মসের প্রযোজনায় ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘ধুম’ বলিউড কাঁপিয়ে দিয়েছিল। সাহসী পুলিশ অফিসার অভিষেক বচ্চন আর বুদ্ধিমান চোর জন আব্রাহামের লুকোচুরি খেলা দর্শক বেশ উপভোগ করেছে। ছবিটি সুপার-ডুপার হিট তকমা জিতে নেয়। ধুমের সাফল্যের পরপরই ‘ধুম-২’ সিনেমার ঘোষণা আসে। অপেক্ষার পালা শেষ হয় হৃতিক ও ঐশ্বরিয়ার মনোমুগ্ধকর রসায়নের পাশাপাশি অভিষেক-উদয় চোপরা-বিপাশা বসু বনাম হৃতিকের চোর-পুলিশ খেলার অসাধারণ গল্প দিয়ে। ওই ছবিটিও বক্স অফিসে সফল ছিল। ‘ধুম-৩’ অবশ্য ১ ও ২ এর চেয়ে কম ব্যবসা করেছে। শোনা যাচ্ছে শিগগিরই পরবর্তী ‘ধুম’-এর ঘোষণা আসবে। নতুন চোর কে হচ্ছেন তা নিয়ে শুরু হয়ে গেছে জল্পনা-কল্পনা। শোনা যাচ্ছে শাহরুখ কিংবা সালমান খানই নাকি হতে যাচ্ছেন ‘ধুম ৪’-এর সুপার চোর—এমন আভাস পাওয়া যাচ্ছে প্রযোজনা সংস্থা থেকে।
ছয়জন ব্যর্থ লোকের ডান্স কম্পিটিশন থেকে হীরা চুরি করার ঘটনার গল্প নিয়েই তৈরি হয়েছিল ‘হ্যাপি নিউ ইয়ার’। ফারাহ খানের পরিচালনায় শাহরুখ-গৌরীর প্রযোজনায় ছবিটি সফলতা পায়নি। শাহরুখের টিমে ছিলেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, বোমান ইরানি, সনু সুদ, ভিভান শাহ এবং জ্যাকি শ্রফ। ফারাহ খান অক্ষয়কে নিয়ে নির্মাণ করেছিলেন ‘তিস মার খান’। সে ছবিও চুরির গল্প নিয়ে।
এ ছাড়াও বিগ বাজেটের ছবি ‘আখে’, ‘কান্তে’। দুটি ছবিতেই অমিতাভ বচ্চনসহ একঝাঁক তারকা শিল্পী অভিনয় করেছেন। অক্ষয় কুমারের ‘স্পেশাল ২৬’ কিংবা রিতেশ দেশমুখের ‘ব্যাংক চোর’ ছবিও পেয়েছে ব্যবসায়িক সফলতা।