ভারতীয় অভিনেতা অনুপম খেরের ৬৯তম জন্মদিন আজ। বিশেষ দিনে নতুন ঘোষণা দিয়েছেন অভিনেতা। নতুন কোনো সিনেমায় অভিনয়ের খবর নয়, আবারও পরিচালনায় ফিরছেন তিনি। জন্মদিনে মায়ের আশীর্বাদ নিয়ে নতুন সিনেমা পরিচালনার কথা ঘোষণা করলেন অনুপম খের।
২০০২ সালে ‘ওম জয় জগদীশ’ নামে একটি ফিচার ফিল্ম নির্মাণ করেছিলেন অনুপম খের। যাতে অভিনয় করেছিলেন ওয়াহিদা রহমান, অনিল কাপুর, অভিষেক বচ্চন, ফারদিন খান, উর্মিলা মাতন্ডকর, মহিমা চৌধুরী এবং তারা শর্মা। পরে ২০১২ সালে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও বানিয়েছিলেন তিনি। এরপর আর তাঁকে পরিচালনায় দেখা যায়নি।
অনুপম খের লিখেছেন, ‘আমি পরিচালনার সিদ্ধান্ত নিয়েছি। ‘‘তানভি দ্য গ্রেট’’, শিরোনামে যে সিনেমাটি আমি পরিচালনা করতে চাই, আমার জন্মদিনে এর ঘোষণা করছি।’
উল্লেখ্য, অনুপম খেরকে সবশেষ ‘কাগজ ২’ সিনেমায় দেখা গেছে। গত ১ মার্চ মুক্তি পায় সিনেমাটি। অনুপম খের ছাড়াও এতে আরও অভিনয় করেছেন—প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক, দর্শন কুমার, নীনা গুপ্তা প্রমুখ।