ভারতের রাজনৈতিক নেতা বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে প্রতিবছরই হাজির হয় পুরো বলিউড। এ বছরও এর ব্যতিক্রম হয়নি। সালমান খান থেকে শুরু করে রাশমি দেশাই, জাভেদ জাফরি, পূজা হেগড়ে, সেলিম খান, অর্পিতা খান, আয়ুশ শর্মা, শেহনাজ গিল, সুনীল শেঠি, উর্মিলা মাতন্ডকার, প্রীতি জিনতা সহ এবারের ইফতার পার্টিতে হাজির ছিলেন বলিউডের অনেকেই। তবে গতকাল এর মাঝে সকলের নজরে আসে বলিউডের সাবেক অভিনেত্রী সানা খান ও তাঁর স্বামী মুফতি আনাস সাঈদ। তাঁদের দুজনের একটি ভিডিও হয় ভাইরাল, যেখানে দেখা গেছে অন্তঃসত্ত্বা স্ত্রী সানা খানের হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছেন তাঁর স্বামী মুফতি আনাস সাঈদ। এবার ভিডিওটির ব্যাপারে কথা বলেছেন সানা।
ভিডিওটিতে দেখা যায়, গর্ভের ভারে হাঁটতে পারছেন না সানা। তাঁর হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে দেখা যায় স্বামী মুফতি আনাস সাঈদকে। সানার প্রতি স্বামীর এমন নিষ্ঠুরতা দেখে রেগে গিয়েছেন অনেকেই। অনেকেই মন্তব্য করেছেন, ‘অভিনয় ছেড়ে বিয়ের পরে এই হাল সানার?’