তামিল অভিনেতা বিজয় সেতুপতির ওপর হামলার চেষ্টা করেছেন এক যুবক। মঙ্গলবার রাতে ভারতের বেঙ্গালুরু এয়ারপোর্টে এ ঘটনা ঘটেছে। ঘটনার ৬ সেকেন্ডের একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল নেট দুনিয়ায়।
জানা গেছে, ‘মাস্টার শেফ তামিল’ অনুষ্ঠানের শুটিংয়ের জন্য বেঙ্গালুরু গিয়েছিলেন বিজয় সেতুপতি। কাজের ফাঁকে সদ্য প্রয়াত অভিনেতা পুনিত রাজকুমারের পরিবারের সঙ্গেও দেখা করেন। মঙ্গলবার রাতে বাড়ি ফেরার ফ্লাইট ধরার কথা ছিল। বিমানবন্দরের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। দেহরক্ষীরা ছিলেন সঙ্গে।
এ সময় আচমকা এক ব্যক্তি পেছন থেকে এসে ঝাঁপিয়ে পড়েন বিজয় সেতুপতির ওপর। তবে দেহরক্ষীরা থাকায় রেহাই পেয়েছেন অভিনেতা। দূর থেকে ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন এক ব্যক্তি। যা প্রকাশ্যে আসার পরই শোরগোল পড়ে গেছে নেট দুনিয়ায়।
কিন্তু কেন এই ঘটনাটি ঘটল? কী কারণে আক্রমণের চেষ্টা হলো বিজয়ের ওপর? ভারতীয় সংবাদমাধ্যমকে বিজয় সেতুপতির এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, ওই হামলাকারী আসলে মাতাল ছিলেন। নেশার ঘোরে এই ঘটনা ঘটিয়েছেন তিনি।
এ ঘটনার পর দ্রুত স্থান ত্যাগ না করে বিজয় এগিয়ে যান আক্রমণকারীর দিকে। তার সঙ্গে আলাপ করার চেষ্টা করেন। তবে দেহরক্ষীদের জোরাজুরিতে কিছুক্ষণ পর এয়ারপোর্ট থেকে বেরিয়ে যান বিজয়। তবে উল্লেখযোগ্য বিষয় হল, এত বড় ঘটনা ঘটার পরও হামলাকারীর বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়নি অভিনেতার পক্ষ থেকে।
দেখুন ভাইরাল হওয়া হামলার ভিডিও: