সাফটা চুক্তির আওতায় একই দিনে বাংলাদেশে মুক্তি পেতে পারে শাহরুখের মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘ডানকি’। যদিও এখনো চূড়ান্ত নয়, তবে আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে আজকের পত্রিকাকে জানিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান ‘কিবরিয়া ফিল্মস’।
বিষয়টি আজকের পত্রিকাকে জানিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মসের কর্ণধার কামাল কিবরিয়া লিপু বলেন, ‘আমরা সারা বিশ্বের সঙ্গে একই দিনে ‘‘ডানকি’’ বাংলাদেশে মুক্তি দিতে চাই। সবকিছু এখন প্রসেসে আছে, আমরা চেষ্টা করছি দ্রুত সময়ে সবকিছু শেষ করার।’
এদিকে, গত ৮ ডিসেম্বর বাংলাদেশে মুক্তি পেয়েছে রণবীর কাপুর-রাশমিকা মান্দানা অভিনীত ‘অ্যানিমেল’। সিনেমাটি সিঙ্গেল স্ক্রিন হলের তুলনায় মাল্টিপ্লেক্সে ভালো ব্যবসা করছে বলে জানিয়েছেন আমদানিকারক কামাল কিবরিয়া লিপু।