হোম > বিনোদন > বলিউড

রণবীর-দীপিকার ঘরে এল ফুটফুটে কন্যাসন্তান

শেষ হলো অপেক্ষা। বলিউড তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের ঘরে এল নতুন অতিথি। আজ মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন দীপিকা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মা ও সন্তান দুজনেই সুস্থ আছে। এখনো রণবীর বা দীপিকার পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় এই দম্পতিকে শুভেচ্ছা জানানো শুরু হয়ে গেছে।

শনিবার বিকেলে দীপিকাকে নিয়ে হাসপাতালে ভর্তি করাতে যান রণবীর সিং। সেই ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে অন্তর্জালে। নেটিজেনদের অনেকেই ভিডিওটি শেয়ার করে দীপিকাকে শুভকামনা জানান। এর আগে গত শুক্রবার গণেশ চতুর্থী উপলক্ষে সপরিবার মন্দিরে গিয়েছিলেন রণবীর-দীপিকা। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে ঈশ্বরের আশীর্বাদ নিতে সেখানে গিয়েছিলেন তাঁরা। তারপরই শনিবার বিকেলে ভর্তি হন এইচএন রিলায়েন্স হাসপাতালে ৷ আর রোববার এল খুশির খবর। দুই থেকে তিনে পরিণত হলো বাজিরাও-মাস্তানি জুটি।

শোনা যাচ্ছে, সন্তানের দেখভাল করার জন্য অভিনয় থেকে আপাতত বিরতিতে যাচ্ছেন দীপিকা। বিরতি কাটিয়ে আগামী বছর কাজে ফেরার কথা রয়েছে তাঁর।

২০১৮ সালের ডিসেম্বরে ইতালিতে বিয়ে করেন রণবীর ও দীপিকা। গত ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিক ঘোষণা করে এই দম্পতি জানান তাঁদের প্রথম সন্তান আসার খবর।

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র

রোমান্টিক থেকে অ্যাকশন হিরো

চলে গেলেন ধর্মেন্দ্র, শেষ শ্রদ্ধা জানাতে শ্মশানে বলিউড তারকারা

ডিসেম্বরে শুরু ‘দৃশ্যম ৩’-এর শুটিং

শিল্পা শেঠির পছন্দের ৩ সিরিজ

‘সিনেমা বানিয়েও এত টাকা পাইনি’, ইউটিউবে বিপুল আয় ফারাহ খানের