বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের পৃথিবী তাঁর মাকে কেন্দ্র করে। অভিনেতা নিজের সব সাফল্যের কৃতিত্ব মাকে দেন সব সময়। কিছুদিন আগেই মায়ের অসুস্থতার খবরে ভেঙে পড়েছিলেন কার্তিক। কিন্তু মা মালা তিওয়ারি ক্যানসারের সঙ্গে লড়েছেন এবং জয় করেছেন। গতকাল শুক্রবার নিজের ইনস্টাগ্রামে সেই যুদ্ধজয়ের গল্প শোনালেন কার্তিক।
শুক্রবার ইনস্টাগ্রামে মায়ের সঙ্গে ছবি পোস্ট করে কার্তিক লিখেছেন, ‘কিছুদিন আগে এই মাসে হঠাৎ মায়ের ক্যানসার ধরা পড়ে। ক্যানসার আমাদের পরিবারকে তছনছ করে দিতে চেয়েছিল। পরিস্থিতির কাছে প্রায় নিরুপায় ছিলাম আমরা। ভীষণ অসহায় লাগছিল তখন। কিন্তু ইচ্ছাশক্তি, সহ্য করার ক্ষমতা আর কখনো হাল না ছাড়ার মনোভাব রয়েছে আমার মায়ের মধ্যে।’
কার্তিক আরিয়ানকে সামনে দেখা যাবে ‘সত্যপ্রেম কি কথা’ সিনেমায়। তাঁর বিপরীতে এতে অভিনয় করছেন কিয়ারা আদভানি। এ ছাড়া পরিচালক কবির খানের একটি অ্যাকশন সিনেমায় অভিনয় করার কথা রয়েছে কার্তিক আরিয়ানের।