হোম > বিনোদন > বলিউড

১৫ বছর পর আদিত্যের বিদায়

দীর্ঘ ১৫ বছরের সফরে ইতি টানলেন উপস্থাপক আদিত্য নারায়ণ। গানের রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’ ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। ৬ মার্চ শো-এর ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়েছে। বিজয়ী নীলাঞ্জনা রায়। রিয়েলিটি শো শেষ হতেই ‘সা রে গা মা পা’ ছাড়ার কথা জানান তিনি। প্রখ‍্যাত গায়ক উদিত নারায়ণের ছেলে হলেও গানের দুনিয়ায় তেমন নাম করতে পারেননি। তবে সঞ্চালক হিসেবে নিজের পরিচয় তৈরি করেছেন।

আদিত্য তাঁর বাবা উদিত নারায়ণ, বিচারক শঙ্কর মহাদেবন, হিমেশ রেশমিয়া এবং বিশাল দাদলানিসহ প্রতিযোগীদের সঙ্গে জড়িত শো-এর বিশেষ কিছু মুহূর্তের ছবি শেয়ার করেছেন। বহু বছর ধরে ‘সা রে গা মা পা’ পরিবারের সঙ্গে যুক্ত ছিলেন আদিত‍্য।

ইনস্টাগ্রাম পোস্টে ‘সা রে গা মা পা’ থেকে একগুচ্ছ ছবি শেয়ার করে আদিত্য লিখেছেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে, আমি এমন একটি শো-এর হোস্টিং দায়িত্ব থেকে বিদায় নিচ্ছি, যা আমাকে একজন প্রাপ্তবয়স্ক হিসেবে নিজের পরিচয় গড়ে তোলার সুযোগ দিয়েছে। ১৮ বছর বয়সের যুবক থেকে পুরুষ, একজন সুন্দরী স্ত্রী এবং শিশুকন্যা! ১৫ বছর। ৯টা সিজন। ৩৫০ পর্ব। সময় সত্যিই বয়ে যাচ্ছে। ধন্যবাদ নীরাজ শর্মা, আমার ভাই। এখনও ভালো কিছু আসা বাকি আছে।’

গায়ক এবং শো-এর বিচারক বিশাল দাদলানি আদিত্যের পোস্টে মন্তব্য করেছেন। আরও অনেকেই আদিত্যের পোস্টে ভালোবাসা জানিয়েছেন এবং তাঁর সিদ্ধান্তকে সম্মান করেছেন।

গত ২৪ ফেব্রুয়ারি আদিত্য এবং শ্বেতার কোল আলো করে আসে তাঁদের কন্যাসন্তান। সবাই শুভেচ্ছা জানিয়েছেন দম্পতিকে।

বলিউডের হতাশার বছরে আলো দেখালেন রণবীর

বলিউডের আলোচিত ঘটনা

নতুন গেম শো দিয়ে টিভিতে ফিরছেন অক্ষয়

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ