হোম > বিনোদন > বলিউড

বলিউডে অক্ষয়ের ৩০ বছর

বলিউড খিলাড়ি অক্ষয় কুমার তাঁর চলচ্চিত্র ক্যারিয়ারের ৩০ বছর পূর্ণ করেছেন। বিশেষ এই উপলক্ষে তাঁর আপকামিং ছবি ‘পৃথ্বীরাজ’-এর টিম একটি বিশেষ পোস্টার প্রকাশ করেছে। 

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, মহামারির কারণে স্থগিত হওয়ার পর যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত ছবিটি অবশেষে আগামী ৩ জুন মুক্তি পেতে চলেছে। যশরাজ ফিল্মস ও ‘পৃথ্বীরাজ’-এর নির্মাতারা একটি বিশেষ পোস্টার তৈরি করে অক্ষয়ের মাইলফলক উদ্‌যাপন করছেন। পোস্টারে ছবিটি অভিনবভাবে তৈরি করা হয়েছে। বিশেষ এ পোস্টারে অক্ষয় ৩০ বছরে যতগুলো সিনেমায় অভিনয় করেছেন তার প্রতিটি পোস্টারের ছবি যুক্ত করে ‘পৃথ্বীরাজ’ সিনেমায় অক্ষয়ের চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে। 

টুইটারে পোস্টারটির একটি ভিডিও শেয়ার করে যশরাজ ফিল্মস লিখেছে, ‘অক্ষয় কুমার ও তাঁর সিনেমার অবিশ্বাস্য ৩০ বছর উদ্‌যাপন করছি! পোস্টার উন্মোচনের ভিডিওটি দেখুন। সম্রাট পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে যশরাজ ফিল্মসের ৫০ বছর উদ্‌যাপন করুন, ৩ জুন আপনার কাছের কোনো হলে।’ 

ভিডিওতে অক্ষয়কে পোস্টার উন্মোচন করতে দেখা যায়। এ সময় অভিনেতা বলেন, ‘আমার মাথায়ও আসেনি যে সিনেমায় আমার ৩০ বছর উদ্‌যাপন করার জন্য এমন কিছু ঘটছে। এটা দারুণ যে, আমার প্রথম ছবি ‘সৌগন্ধে’র ৩০ বছর পেরিয়ে গেছে! আমার ছবির প্রথম শট একটি ‘অ্যাকশন শট’ ছিল! এমন আয়োজনের জন্য অনেক ধন্যবাদ। এটি সত্যিই বিশেষ।’

‘পৃথ্বীরাজ’ সিনেমায় অক্ষয়কে সম্রাট পৃথ্বীরাজ চৌহানের ভূমিকায় দেখা যাবে। ছবিটি পরিচালনা করেছেন চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিস ওয়ার্ল্ড মানুষি ছিল্লারকে। 

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র

রোমান্টিক থেকে অ্যাকশন হিরো