ক্যানসারে আক্রান্ত হয়ে অনেক দিন কাজ থেকে দূরে ছিলেন বলিউড অভিনেত্রী কিরণ খের। এ বছরের শুরুর দিকে স্ত্রীর ব্লাড ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়েছিলেন জীবনসঙ্গী অভিনেতা অনুপম খের। দীর্ঘ কয়েক মাসের চিকিৎসাপর্ব পেরিয়ে কিরণ এখন অনেকটাই সুস্থ। এবার ফিরতে চান কাজে।
জানা গেছে, রিয়েলিটি শো ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট’-এর নবম সিজনে আবারও বিচারকের আসনে দেখা যাবে তাঁকে। এ অনুষ্ঠানটির সঙ্গে কিরণ জড়িয়ে আছেন সেই ২০০৯ সাল থেকে।
কিরণ ছাড়াও ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট’-এ এবার বিচারকের আসনে দেখা যাবে শিল্পা শেঠি ও গায়ক বাদশাকে। শিগগিরই শুরু হতে চলেছে এই রিয়েলিটি শোয়ের নবম সিজন।