হোম > বিনোদন > বলিউড

জনগণের ট্যাক্সের টাকায় বাড়ি ভাঙার ক্ষতিপূরণ চাই না: কঙ্গনা

চলচ্চিত্র থেকে রাজনীতি—সব বিষয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। কয়েক বছর আগে শিবসেনা নেতা সঞ্জয় রাউতের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন তিনি। যার জেরে তাকে দেওয়া হয়েছিল ওয়াই প্লাস নিরাপত্তা। সেসময় অনেকেই প্রশ্ন তুলেছিলেন, জনগণের করের টাকা কেন কঙ্গনার সুবিধার্থে ব্যবহার করা হচ্ছে? এবার যেন তাদের মোক্ষম জবাব দিলেন কঙ্গনা। তিনি জানালেন, বাড়ি ভাঙার ক্ষতিপূরণ চান না তিনি। 

সময়টা ২০২০ সাল, মুম্বাইয়ে কঙ্গনা রানাউতের বিলাসবহুল বাড়ির একাংশ ভেঙে দিয়েছিল মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি)। বেআইনি নির্মাণের অভিযোগে নোটিশ জারি করার এক দিন পরে কঙ্গনার বাড়ি ও অফিসের একাংশ ভেঙে দেওয়া হয়। তখন কঙ্গনা দাবি করেছিলেন, যেহেতু তাঁর বাড়ি ভাঙা হয়েছে, তাই তিনি ক্ষতিপূরণ পেতে বাধ্য। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, ‘আমি কোনো ক্ষতিপূরণ পাইনি। যারা এর মূল্য নির্ধারণ করবেন, তাদের আসার কথা ছিল। তাই আমি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেজির সঙ্গে দেখা করি। বলি, আপনারাই আমাকে একটা মূল্য বলুন। আমি এমন কাউকে চাই না, যিনি করদাতাদের টাকার অপব্যবহার করবেন।’ 

কঙ্গনা আরও বলেন, ‘আমি এখন আর কোনো ক্ষতিপূরণ চাই না। কারণ আমার জনতার ট্যাক্সের টাকার দরকার নেই।’ 

কঙ্গনা আরও জানান, আদালত থেকে তাকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু তিনি সাধারণ জনগণের কথা ভেবেই নিতে চাননি। 

কঙ্গনা বর্তমানে কাজ করছেন ‘চন্দ্রমুখী ২’ সিনেমায়। এটি একটি তামিল ছবির রিমেক। এতে রাজনর্তকীর ভূমিকায় অভিনয় করছেন কঙ্গনা। এ ছাড়া তাকে আগামীতে দেখা যাবে ‘ইমার্জেন্সি’ ছবিতে। নিজের পরিচালনা ও প্রযোজনায় ছবিটিতে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। ছবিতে কঙ্গনা ছাড়াও অভিনয় করেছেন অনুপম খের, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমন, শ্রেয়স তালপেড়ে এবং প্রয়াত সতীশ কৌশিক।

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র