হোম > বিনোদন > বলিউড

বার্গার খেয়ে সাফল্য উদ্‌যাপন আলিয়ার

মুক্তির দুই সপ্তাহের মধ্যেই ১০০ কোটির ক্লাবে আলিয়া ভাট অভিনীত ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। আর এই ছবির সাফল্যে ভিন্নধর্মী উদ্‌যাপন করেছেন মহেশ ভাট তনয়া আলিয়া। একেবারে নিজের মতো করে পেট পুরে ভিগান বার্গার আর ফ্রাই খেয়ে সাফল্য উদ্‌যাপন করেন আলিয়া। পরে সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে জানান মনের কথা। 

ছবির ক্যাপশনে আলিয়া লিখেছেন, ‘হ্যাপি সেঞ্চুরি টু গাঙ্গুবাই অ্যান্ড হ্যাপি ভিগান বার্গার প্লাস ফ্রাই টু আলিয়া। ভালোবাসা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ।’ এরপর ভক্ত ও কাছের মানুষদের ভালোবাসা উপচে পড়ে ছবিতে। বাচ্চাসুলভ আলিয়ার এমন মজার কাণ্ডে উচ্ছ্বসিত নেটিজেনরা। কমেন্ট সেকশনে আলিয়ার মা সোনি রাজদান লিখেছেন: ‘আর তোমাকে রোমানিয়ার মিষ্টি মেয়ের মতো দেখাচ্ছে।’ প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, ‘অভিনন্দন ও ইয়াম ইয়াম।’ আলিয়ার ‘গালি বয়’ ছবির সহ-অভিনেতা রণবীর সিং লেখেন ‘নমনমনম’। 

এর আগে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ছবির সফলতা উদ্‌যাপনে প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে বুধবার নৈশভোজে যান আলিয়া ভাট। নৈশভোজে গিয়ে পাপারাজ্জিদের লেন্সবন্দী হন এই তারকা জুটি। মুহূর্তেই সেই সব ছবি ভাইরাল হয় নেট দুনিয়ায়। 

নতুন গেম শো দিয়ে টিভিতে ফিরছেন অক্ষয়

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র