হোম > বিনোদন > বলিউড

মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিস কাঁপানোর আভাস দিচ্ছে ‘লাভ টুডে’

তামিল রোম্যান্টিক কমেডি সিনেমা ‘লাভ টুডে’ বক্স অফিস কাঁপানোর আভাস দিচ্ছে। শুক্রবার চলচ্চিত্রটির শুরুটা বেশ ভালো ছিল, শনিবারই আয় বেড়ে যায় ৭০ শতাংশ। মুক্তির প্রথম চার দিনেই সাড়ে ১৩ কোটি রুপি আয় করেছে লাভ টুডে।

এক যুগল তাদের ব্যক্তিগত ফোন একজন আরেকজনের সঙ্গে বিনিময় করে। এরপর জীবনে ঘটতে থাকে নানা ঘটনা, যা একটা সময়ে তাদের জীবনকে দুর্বিষহ করে ফেলে। এমন একটি ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে তামিল রোম্যান্টিক কমেডি চলচ্চিত্র ‘লাভ টুডে’।

এজিএস এন্টারটেইনমেন্টের ব্যানারে চলচ্চিত্রটি পরিচালনা এবং এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রদীপ রঙ্গনাথন। এতে আরও অভিনয় করেছেন তামিল ও মালয়লাম অভিনেত্রী ইভানা ও রভীনা রবি।

পরিচালক প্রদীপের মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ছিল বক্স অফিস কাঁপানো সুপার হিট ‘কোমালি’ (২০১৯)। শুধু তামিলনাড়ুতেই এটি ৪০ কোটি রুপি আয় করে। ‘লাভ টুডে’ তাঁর দ্বিতীয় ছবি। আগামী সপ্তাহে শেষে বোঝা যাবে প্রদীপ তাঁর আগের রেকর্ড ভাঙতে পারবেন কি না।

সপ্তাহ শেষে ছবিটির মোট সংগ্রহের পরিমাণ ১৩ কোটি ৫০ লাখ রুপি। এর মধ্যে শুধু তামিলনাড়ু থেকেই এসেছে আনুমানিক ১২ কোটি ৭০ লাখ রুপি এবং কর্ণাটক থেকে ৪০ লাখ রুপি। সপ্তাহ শেষে কর্ণাটকে এর আয় ব্যাপক বৃদ্ধি পায়—শুক্রবারের তুলনায় রোববারে সংগ্রহ ছিল প্রায় ছয় গুণ বেশি।

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র

রোমান্টিক থেকে অ্যাকশন হিরো