চার বছর পর শাহরুখ খানের বড় পর্দায় প্রত্যাবর্তন, সিনেমা নিয়ে বিতর্ক, ভারতজুড়ে উত্তেজনা—সবই হয়েছে। কিন্তু বক্স অফিসে বলিউড বাদশাহর দাপট কেউ থামাতে পারেনি। ‘পাঠান’ দিয়েই যেন গতিতে ফিরেছে বলিউড বক্স অফিস।
এর পরই যশরাজ ফিল্মসের পক্ষ থেকে পরিকল্পনা করা হয় সবচেয়ে বড় অ্যাকশন ড্রামার। ‘টাইগার ভার্সেস পাঠান’ শিরোনামের সিনেমাটিতে মুখোমুখি হওয়ার কথা সালমান আর শাহরুখের, যার শুটিং শুরু হওয়ার প্রাথমিক শিডিউল করা হয় ২০২৪ সালের শেষে। তবে পিঙ্কভিলা জানিয়েছে, সিনেমাটির আগেই ‘পাঠান ২’ আনার পরিকল্পনা করছে যশরাজ ফিল্ম।
পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, গত বছরের শেষ থেকেই ‘পাঠান ২’ চিত্রনাট্যের কাজ শুরু হয়েছে। এমনকি আদিত্য চোপড়া ও শাহরুখ খান দুজনেই চাইছেন এ বছরের ডিসেম্বর থেকেই সিনেমাটির শুটিং শুরু করতে। সবকিছু ঠিক থাকলে ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হে’, ‘ওয়ার’, ‘পাঠান’, ‘টাইগার থ্রি’, ‘ওয়ার ২’ ও আলিয়া ভাটের নাম না ঘোষণা করা সিনেমার পর ‘পাঠান ২’ সিনেমা হতে যাচ্ছে যশরাজ স্পাই ইউনিভার্সের অষ্টম সিনেমা।