হোম > বিনোদন > বলিউড

সর্বকালের সেরা ৫০ অভিনয়শিল্পীর তালিকায় শাহরুখ

সর্বকালের সেরা ৫০ অভিনয়শিল্পীর তালিকায় আছেন বলিউড কিং শাহরুখ খান। সম্প্রতি ব্রিটিশ ম্যাগাজিন এম্পায়ারের পক্ষ থেকে সেরা এবং চিরস্মরণীয় ৫০ অভিনয়শিল্পীর তালিকা করা হয়।

তালিকায় আছে টম হ্যাঙ্কস, রবার্ট ডি নিরো, মেরিলিন মনরো, টম ক্রুজ ও কেট উইন্সলেটের মতো তারকার নাম। আর এই বিশ্বখ্যাত অভিনয়শিল্পীদের সঙ্গে ভারত থেকে কেবল শাহরুখ খানই জায়গা করে নিয়েছেন। 

তালিকায় শাহরুখের বিবরণ দিতে গিয়ে তাঁর অভিনীত বেশ কয়েকটি উল্লেখযোগ্য কাজের কথা বলা হয়েছে। এর মধ্যে আছে ‘দেবদাস’, ‘মাই নেম ইজ খান’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ ও ‘স্বদেশ’ সিনেমা। 

এই তালিকায় কিং খানের কিছু সংলাপও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ‘জাব তাক হ্যায় জান’ ছবির ‘জীবন প্রতিদিন আমাদের ধীরে ধীরে মারে। আর বোমা একবারে মারে’ সংলাপটি। এই ছবিতে ভারতীয় সেনাবাহিনীর এক মেজরের চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ। 

এদিকে ২০১৮ সালে ‘জিরো’ সিনেমার পর দীর্ঘ ৪ বছর বিরতি নেন শাহরুখ। তবে আসন্ন নতুন বছরে ‘পাঠান’ ছবি নিয়ে ফিরছেন তিনি। ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। কিং খানের সঙ্গে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকে দেখা যাবে এই ছবিতে। ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে ‘পাঠান’। এ ছাড়া প্রখ্যাত নির্মাতা রাজকুমার হিরানীর ‘ডাংকি’ ও দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমারের ‘জওয়ান’ ছবি দিয়েও আসছে বছর শাহরুখ বড় সাড়া ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র

রোমান্টিক থেকে অ্যাকশন হিরো