হোম > বিনোদন > বলিউড

আলোচনায় টুয়েলভথ ফেল, পরিচালকের সঙ্গে সাক্ষাতে কাঁদলেন বাস্তবের মনোজ-শ্রদ্ধা

গত ২৭ অক্টোবর সিনেমা হলে মুক্তির পায় বলিউড সিনেমা ‘টুয়েলভথ ফেল’। সিনেমা হলের পর ওটিটিতে মুক্তি পাওয়ার পর হইচই ফেলে দিয়েছে সিনেমাটি। চর্চায় উঠে এসেছে সত্য ঘটনার ওপর ভিত্তি করে বানানো সিনেমাটির গল্প থেকে অভিনয়। মনোজ কুমার শর্মা অর্থাৎ যাঁর জীবনের গল্পের ওপর ভিত্তি করে সিনেমাটি বানানো হয়েছে তাঁর সঙ্গে দেখা করেছিলেন পরিচালক বিনোদ চোপড়া। পরিচালককে দেখেই তখন কেঁদে ফেলেন মনোজ কুমার শর্মা। সম্প্রতি সেই সাক্ষাতের ভিডিও প্রকাশ্যে আনেন পরিচালক বিনোদ চোপড়া।

সিনেমাটির স্ক্রিপ্ট রিডিং সেশনের সময় তাঁদের দেখা হয়েছিল। আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার সঙ্গে তাঁর স্ত্রী আইআরএস অফিসার শ্রদ্ধা যোশীও ছিলেন। তখন পরিচালক বিনোদ চোপড়াকে দেখেই সস্ত্রীক কেঁদে ফেলেন মনোজ কুমার শর্মা।

ভিডিওতে দেখা গেছে মনোজ কুমার শর্মা যখন কাঁদছেন তাঁকে জড়িয়ে ধরে আছেন পরিচালক। মনোজ কুমার শর্মা যে কেবল সিনেমাটি বানানোর ক্ষেত্রে অনুপ্রেরণা জুগিয়েছেন এমনটা নয়। তিনি বাস্তবেও অনেককে অনুপ্রেরণা জুগিয়েছেন।

উল্লেখ্য, আইপিএস কর্মকর্তা মনোজ কুমার শর্মাকে নিয়ে ঔপন্যাসিক অনুরাগ পাঠকের উপন্যাস ‘টুয়েলভথ ফেল’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা বিধু বিনোদ চোপড়া। সিনেমার গল্পে দেখা গেছে, ভারতের চম্বল এলাকার এক নিম্নবিত্ত পরিবারের তরুণ মনোজ কঠিন জীবনসংগ্রাম চালিয়ে আইপিএস কর্মকর্তা হয়েছেন। মনোজের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি।

বলিউডের হতাশার বছরে আলো দেখালেন রণবীর

বলিউডের আলোচিত ঘটনা

নতুন গেম শো দিয়ে টিভিতে ফিরছেন অক্ষয়

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ