হোম > বিনোদন > বলিউড

‘এইট প্যাক’-এ শাহরুখ

শাহরুখ খানের নতুন ছবি ‘পাঠান’-এর সেট থেকে বেশ কয়েকটি ছবি ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায়। বর্তমানে স্পেনে শুটিং করছেন শাহরুখ। আর সেখানকার শুটিং সেট থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি ফাঁস হয়েছে। 

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, ফাঁস হওয়া ছবিতে স্পষ্ট শাহরুখের বডির ট্রান্সফরমেশন। ‘এইট প্যাক অ্যাবস’-এ ধরা দিলেন বলিউড বাদশাহ। পরনে খাকি-সবুজ কার্গো প্যান্ট, খালি গা আর লম্বা চুলে আকর্ষণীয় শাহরুখ। ছবিতে ৫৬ বছর বয়সী শাহরুখের ফিটনেস দেখে মুগ্ধ ভক্তরা। ইনস্টাগ্রামে ছবি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে মন্তব্য বিভাগে আগুন আর হৃদয় চিহ্নের ইমোটিকন দিয়ে প্রিয় অভিনেতাকে প্রশংসায় ভাসাচ্ছেন সবাই। 

সিনেমাটিতে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। শুটিং সেট থেকে দীপিকারও একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে তাঁকে লাল রঙের পোশাকে দেখা গেছে। শাহরুখ-দীপিকা ছাড়াও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে জন আব্রাহাম ও ডিম্পল কাপাডিয়াকে। এ ছাড়া বিশেষ ভূমিকায় অভিনয় করতে পারেন সালমান খান। 

এর আগে ‘ওম শান্তি ওম’ সিনেমায় ‘সিক্স প্যাক অ্যাবস’-এ হাজির হয়েছিলেন শাহরুখ। ২০২৩ সালে মুক্তি পেতে যাওয়া ‘পাঠান’ সিনেমায় কিং খান ‘এইট প্যাক অ্যাবস’-এ হাজির হবেন তা আর বলার অপেক্ষা রাখে না। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত থ্রিলার ঘরাণার ‘পাঠান’ সিনেমা ২০২৩ সালের ২৫ জানুয়ারি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

শাহরুখ খান সম্পর্কিত পড়ুন:

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র

রোমান্টিক থেকে অ্যাকশন হিরো