হোম > বিনোদন > বলিউড

প্রিয়াঙ্কার প্রথম ‘ক্রাশ’ এক র‍্যাপার, যার মৃত্যু এখনো কাঁদায়

সম্প্রতি গ্রাজিয়া ম্যাগাজিনের ১০টি প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে তিনি জানিয়েছেন তাঁর প্রথম সেলিব্রিটি ক্রাশের কথা, যাঁর মৃত্যুতে এখনো শোক করেন তিনি।

প্রিয়াঙ্কা জানিয়েছেন, তাঁর প্রথম সেলিব্রিটি ক্রাশ যুক্তরাষ্ট্রের প্রয়াত র‍্যাপার টুপ্যাক শাকুর। তিনি বলেন, ‘টুপ্যাক শাকুর ছিল আমার প্রথম সেলিব্রিটি ক্রাশ। তাঁর মৃত্যুর পর আমি শোকে ২০ দিন কালো কাপড় পরে ছিলাম। নিজেকে তখন বিধবা মনে হচ্ছিল। আমি যখন অষ্টম ও নবম শ্রেণিতে পড়তাম, সে-ই ছিল আমার সবচেয়ে বড় ক্রাশ।’ 

এদিকে ২০১৭ সালে প্রিয়াঙ্কা ‘বেওয়াচ’ সিনেমার প্রচারের সময় ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসকে বলেছিলেন, তিনি র‍্যাপার টুপ্যাক শাকুরকে বিয়ে করতে চেয়েছিলেন। তিনি বলেন, ‘আমি শাকুরকে হাঁটু গেড়ে বলতে চেয়েছিলাম, আপনি কি আমাকে বিয়ে করবেন?’

এ ছাড়া ২০১৫ সালে ‘জিমি কিমেল লাইভে’ প্রিয়াঙ্কা তাঁর শৈশবের ক্রাশ সম্পর্কে জানিয়েছিলেন। তিনি তখন বলেন, ‘বন্ধুরা, আমি এই মুহূর্তে টেলিভিশনে এটি বলতে যাচ্ছি, আমার মিসেস টুপ্যাক শাকুর হওয়ার কথা ছিল। এটা আমি বিশ্বাস করেছিলাম, আমি সত্যিই করেছিলাম।’

গ্রাজিয়া ম্যাগাজিন জানতে চেয়েছিল প্রিয়াঙ্কার লাল গালিচার প্রিয় মুহূর্ত সম্পর্কে। প্রিয়াঙ্কা জানিয়েছেন, তাঁর প্রিয় লাল গালিচার মুহূর্ত ছিল ২০১৭ সালের মেট গালা, যেখানে তাঁর স্বামী নিক জোনাসের সঙ্গে প্রথম দেখা হয়েছিল।

 ১৯৯৬ সালের ৭ সেপ্টেম্বর টুপ্যাক শাকুরকে গুলি করে হত্যা করা হয়। মোট চারবার গুলি করা হয় টুপ্যাককে। বুক, বাহু ও ঊরুতে গুলি লাগে। গুলিবিদ্ধ হওয়ার ছয় দিন পর মারা যান এই তারকা।

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র

রোমান্টিক থেকে অ্যাকশন হিরো