হোম > বিনোদন > বলিউড

তারকার পছন্দ

খুশি কাপুরের পছন্দের সিনেমা ও সিরিজ

বিনোদন ডেস্ক

ডার্ক কনটেন্ট পছন্দ অভিনেত্রী খুশি কাপুরের। ওটিটিতে যেসব অপরাধমূলক সিনেমা-সিরিজ মুক্তি পায়, সেসবের নিয়মিত দর্শক তিনি। দেখেন অপরাধমূলক তথ্যচিত্রও। বোম্বে টাইমসকে খুশি কাপুর জানালেন ইদানীং দেখা কোন সিনেমা-সিরিজ বেশি ভালো লেগেছে তাঁর।

ব্ল্যাক ওয়ারেন্ট

এক জেলের অন্দরের গল্প। ভারতের তিহার জেলে দীর্ঘ ৩৫ বছর ধরে জেলার হিসেবে কাজ করেছেন সুনীল গুপ্তা। তাঁর বয়ানে উঠে এসেছে জেলের ভেতরের নানা গল্প। একজন সৎ কর্মকর্তা হিসেবে জেলে চাকরি নেওয়ার পর তাঁকে অনেক প্রতিকূলতার মুখে পড়তে হয়। সত্য ঘটনা অবলম্বনে ‘ব্ল্যাক ওয়ারেন্ট’ সিরিজটি বানিয়েছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। অভিনয়ে জাহান কাপুর, রাহুল ভাট, সিদ্ধান্ত গুপ্তা, টোটা রায় চৌধুরী প্রমুখ। গত জানুয়ারিতে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিরিজটি। ব্ল্যাক ওয়ারেন্ট নিয়ে খুশি কাপুর বলেন, ‘ব্ল্যাক ওয়ারেন্ট আমার খুব ভালো লেগেছে। অপরাধমূলক ডার্ক কনটেন্ট পছন্দ করি আমি। এ ধরনের বিভিন্ন তথ্যচিত্রও নিয়মিত দেখি।’

নকটারনাল অ্যানিমেলস

২০১৬ সালে মুক্তি পাওয়া সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা। দেখা যাবে নেটফ্লিক্স, আমাজন প্রাইম ভিডিও, অ্যাপল টিভি, ম্যাক্সসহ বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে। টম ফোর্ড পরিচালিত নকটারনাল অ্যানিমেলস সিনেমায় অভিনয় করেছেন এমি অ্যাডামস, জ্যাক গিলেনহাল, মাইকেল শ্যানন, অ্যারন টেলর-জনসন প্রমুখ। গল্পে দেখা যায়, সুসান তার সাবেক স্বামী এডওয়ার্ডের একটি উপন্যাসের পাণ্ডুলিপি হাতে পায়। কাহিনি খুবই ভালো লাগে তার। তবে এ কাহিনির সঙ্গে তাদের বৈবাহিক জীবনের অনেক কিছুর মিল খুঁজে পায়, যা তাকে অস্বস্তিতে ফেলে দেয়। সিনেমাটি নিয়ে খুশি কাপুর বলেন, ‘এটিও দেখার অনুরোধ করব সবাইকে। এটিও ডার্ক কনটেন্ট। এ ধরনের গল্পের প্রতি দিন দিন আগ্রহ বাড়ছে আমার।’

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র

রোমান্টিক থেকে অ্যাকশন হিরো