হঠাৎ করেই আজ সকাল থেকে ছড়িয়ে পড়ে বলিউড অভিনেত্রী পুনম পান্ডের মৃত্যুর খবর। অভিনেত্রীর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে জানানো হয়, মারা গেছেন পুনম পান্ডে। ইনস্টাগ্রামে লেখা হয়, ‘আজ সকালটা আমাদের জন্য কঠিন। আপনাদের গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমরা আমাদের প্রিয় পুনমকে জরায়ু ক্যানসারে হারিয়েছি। দুঃখের এই সময়ে আমরা আপনাদের কাছে সব রকম গোপনীয়তার জন্য অনুরোধ করব। এখন আমরা স্নেহের সঙ্গে তাঁকে স্মরণ করতে চাই।’
এরপর পুনম পান্ডের মৃত্যু নিয়ে অনেকে প্রশ্ন তুলতে থাকেন। সোশ্যাল মিডিয়ায় অনেক ভক্ত দাবি করেন, কেউ হ্যাক করেছে অভিনেত্রীর প্রোফাইল। পুনম পান্ডের মৃত্যু নিয়ে তাই তৈরি হয় ধোঁয়াশা।
অবশেষে পুনমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ম্যানেজার নিকিতা শর্মা। অফিশিয়াল এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, পুনম সার্ভিকাল ক্যানসারে (জরায়ুমুখের ক্যানসার) ভুগছিলেন। গত বৃহস্পতিবার রাতে মৃত্যু হয়েছে অভিনেত্রীর।
তিনি আরও জানান, বিনোদন জগতে পুনম শুধু একজন নক্ষত্র ছিলেন না, তিনি ছিলেন শক্তির প্রতীক। যেভাবে তিনি নিজের শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করছিলেন, তা কুর্নিশ জানানোর মতো।